আমাদের জীবনে যেমন জ্যোতিষ শাস্ত্রের প্রভাব থাকে তেমন অন্যদিকে বাস্তুশাস্ত্রের প্রভাব আমাদের জীবনে সমান ভাবে পড়ে। এই বাস্তুশাস্ত্র(Vastu Shastra) মূলত নির্ভর করে আমাদের গৃহের উপর ভিত্তি করে। বাড়ির আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন অনেক ভুল আমাদের বাড়ির বাস্তু দোষ তৈরি করতে পারে। একটি বাড়ির ঠাকুর ঘর থেকে শুরু করে রান্নাঘর সর্বক্ষেত্রেই সামান্য ভুলে ছড়িয়ে থাকতে পারে নেতিবাচক শক্তি।
বাস্তুশাস্ত্রের অধীনে রয়েছে বাড়ির বাথরুমও(Barhroom) । নির্দিষ্ট কয়েকটি নিয়ম যদি পালন করে আপনি আপনার বাথরুম তৈরি করতে পারেন বা বাথরুমে স্নান করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম পালন করতে পারেন তাহলেই আপনার বাড়িতে থাকা নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। বাথরুমে কোন দিকে মুখ করে স্নান করা উচিত তারও কিছু নির্দিষ্ট নিয়ম বলে দেওয়া আছে বাস্তুশাস্ত্রে (Vastu Shastra)। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এটি নির্দিষ্ট দিকে মুখ করে যদি আপনি স্নান করতে পারেন তাহলে আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে।
আরো পড়ুন: একবার স্থির তো একবার চলমান, ছবিটি দেখে চোখ ধাঁধিয়ে যাবে আপনার
সবার আগে বলি আপনার বাড়ির উত্তর বা উত্তর-পশ্চিম দিকে বাথরুম হওয়া উচিত। ভুলবশত কখনোই দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম তৈরি করবেন না। দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম তৈরি করলে নেতিবাচক শক্তি আপনার গৃহে আকর্ষিত হয়ে আসবে।
রান্না ঘরের পাশে কখনোই বাথরুম তৈরি করা উচিত নয়। বাথরুমে সব সময় জল ভর্তি বালতি রাখতে হবে। নেহাতই যদি খালি বালতি রাখতেই হয় তাহলে তা উল্টো করে রাখা উচিত। চেষ্টা করবেন বাথরুমে যেন নীল রঙের বস্তু বেশি রাখা যায়। যখন বাথরুম ব্যবহার করবেন না তখন সব সময় বাথরুমের দরজা বন্ধ করে রাখবেন কারণ বাথরুমে দরজা খোলা থাকলে নেতিবাচক শক্তি আকর্ষিত হয় বেশি।
আরো পড়ুন: একটি মাছের দামে কেনা যাবে আস্ত ফ্লাট! বিশ্বের সবচেয়ে দামি মাছ, খাবার আগে স্বয়ং দু’বার ভাববেন মুকেশ আম্বানিও
এবার চলুন জেনে নেওয়া যাক বাথরুমে স্নান করার সময় কোন দিকে মুখ করলে আপনার জীবনে ইতিবাচক শক্তি ফিরে আসবে। আপনি যদি পূর্ব দিকে মুখ করে স্নান করেন তাহলে আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তি জীবন থেকে চলে যাবে। পূর্ব যেহেতু সমস্ত দেবতার স্থান তাই পূর্ব দিক দিয়ে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে, তাই পূর্ব দিকে মুখ করে স্নান করলে আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যেতে পারে।