১৭ বছর বয়সে পরিচালকের মুখের ওপর না…এই কয়েক বছরে পুরোটাই পাল্টে গেছি আমি, সংবাদ মাধ্যমের সামনে খোলাখুলি কথা শুভশ্রী

পরিনীতা হোক অথবা ইন্দুবালা ভাতের হোটেল, সব ক্ষেত্রেই তিনি ভীষণভাবে সাবলীল। ব্যক্তিগত জীবনের পাশাপাশি এখন নিজের পেশাগত দিকও সমানভাবে সামলাতে জানেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। কিছুদিন আগেই নিজের দ্বিতীয় গর্ভাবস্থার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেছেন শুভশ্রী গাঙ্গুলী এবং রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সিনেমার পাশাপাশি এখন তিনি ডান্স বাংলা ডান্স নামক একটি রিয়ালিটি শোয়ের বিচারকের ভূমিকায় রয়েছেন।

Subhashree Ganguly

ক্যারিয়ারের শুরুর দিক থেকেই একের পর এক হিট ছবিতে কাজ করেছেন তিনি। সময়ের সাথে সাথে হয়েছেন তিনি পরিণত। এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শুভশ্রী জানালেন, কিছু বছর আগেও যে কাজ করতাম, এখন সেই কাজ অনেক ভেবে চিন্তা করি। তবে চিরকালই কোনটা করতে চাই আর কোনটা করবো না এই দুটি বিষয় আমার কাছে ছিল ভীষণভাবে স্পষ্ট।

আরো পড়ুন: বিবাহিত হওয়া সত্ত্বেও বউকে ডিভোর্স না দিয়েই লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন এই ৬ সুপারস্টার

শুভশ্রী আরও জানান, কোন চরিত্রের প্রস্তাব পেলে তা গ্রহণ করতে অথবা ফিরিয়ে দিতে কোন বাড়তি সময় নি না আমি। চরিত্র পছন্দ না হলে মুখের উপর না বলে দিই। ১৭ বছর বয়সে এক জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালককে ফিরিয়ে দিয়েছিলাম আমি শুধুমাত্র চরিত্র পছন্দ হয়নি বলে। তবে প্রথমে যেমন মুখের উপর না বলে দিতাম এখন যুক্তিসঙ্গতভাবে কথা বলি। এই বছরে অনেকটাই পরিবর্তিত হয়েছি আমি। এখন আর সহজে ভেঙে পরি না। নিজেকে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত করার চেষ্টা করে চলেছি অবিরত।

Subhashree Ganguly
প্রসঙ্গত, কিছুদিন আগেই “ইন্দুবালা ভাতের হোটেল” নামক ওয়েব সিরিজে অসাধারণ অভিনয় করার জন্য অভিনেতা দেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন শুভশ্রী (Subhashree Ganguly) । সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিওটি।

আরো পড়ুন: টেলিভিশনে ফিরতে চলেছে রামানন্দ সাগরের রামায়ণ! কবে,কোথায় হবে সম্প্রসারিত? জানুন বিস্তারিত

এক সময় যে দুটি মানুষ একে অপরের খুব কাছাকাছি ছিল সেই দুটি মানুষ আজ একেবারে অচেনা দুটি মানুষে পরিণত হয়েছে। দুজনেই নিজের মতো করে বাঁচতে শিখেছেন। দুজনেই এখন অনেকটাই পরিণত।