অভিনয়ে দুর্দান্ত পারদর্শী! তবে বচ্চন পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতার দৌড় দেখে চোখ উঠবে কপালে

বচ্চন পরিবার, কাপুর পরিবার, দত্ত পরিবার সহ আরো কিছু পরিবার রয়েছে এমন বলিউডে (Bollywood), যাদের আমরা এক নামে চিনি। এই পরিবারের প্রায় প্রত্যেক সদস্য বলিউডের সঙ্গে যুক্ত থাকেন। অভিনয়ের পাশাপাশি পরিবারের প্রত্যেক সদস্য শিক্ষাগত দিক থেকেও হন বেশ শিক্ষিত (Educated)। আজ আমরা বচ্চন পরিবারের (Bachchan family) সদস্যদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আলোচনা করব আপনাদের সঙ্গে।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): বচ্চন পরিবারের প্রধান কান্ডারী মিস্টার অমিতাভ বচ্চন নৈনিতালের শেরউড স্কুল থেকে পড়াশোনা করেছিলেন। স্কুলিং শেষ হবার পর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করি মাল কলেজ থেকে বিএসসি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।

Bachchan family
জয়া ভাদুরি বচ্চন (Jaya Bhaduri Bachchan): জয়া ভাদুড়ি কে বিয়ে করেই অমিতাভ বচ্চন হলেন বাঙালি জামাই। জয়া বচ্চন গোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল থেকে পড়াশোনা করে পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্নাতক পাস করেন। নিঃসন্দেহে তিনি বলিউডের একজন নামী এবং গুণী অভিনেত্রী।

আরো পড়ুন: লিটিল ইন্ডিয়া নামে খ্যাত বিশ্বের এই দেশ! যেখানে সরকারি ভাষা হিন্দি,জানেন না অধিকাংশ মানুষজন

অভিষেক বচ্চন (Abhishek Bachchan): অমিতাভ বচ্চন পুত্র অভিষেক বচ্চন যমুনা বাই নার্সারি স্কুল থেকে পড়াশোনা করে বোম্বে স্কটিশ স্কুল এবং পরবর্তীকালে দিল্লির মডার্ন স্কুলে পড়াশোনা করেছিলেন। উচ্চ শিক্ষার জন্য তিনি সুইজারল্যান্ড এর আইগলন কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে সিনেমা নিয়ে পড়াশোনা করেন কিন্তু পরবর্তীকালে কোর্স শেষ না করে তিনি ভারতে ফিরে আসেন।

Bachchan family
শ্বেতা বচ্চন নন্দা (Sweta Bacchan Nanda): বলিউডের সঙ্গে সেই ভাবে যুক্ত না হলেও শ্বেতা একজন ফ্যাশন ডিজাইনার। যমুনাবাড়ি নার্সারি স্কুল থেকে পড়াশোনা করে তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি হন এবং স্নাতক পাস করেন। লাইম লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি।

আরো পড়ুন: বাংলা টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকের সঞ্চালক কে

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan): বিবাহের পর এই পরিবারের অন্যতম সদস্য ঐশ্বর্য রাই বচ্চন মুম্বাইয়ের আর্য বিদ্যামন্দির হাই স্কুলে পড়াশোনা করার পর জয়হিন্দ কলেজ এবং পরবর্তীকালে ভর্তি হন মাটুঙ্গার ডিজি রুপারেল কলেজে। পরবর্তীকালে তিনি রচনা সংসদ একাডেমি অফ আর্কিটেকচারে ভর্তি হয়েছিলেন কিন্তু কোর্স শেষ করতে পারেনি মডেলিংয়ের জন্য।