কীভাবে পাবেন আপনার দাবিহীন টাকা, নতুন নিয়ম জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!

আমরা প্রায় প্রত্যেকেই নিজের সঞ্চিত অর্থ ব্যাংকে(Bank) অথবা পোস্ট অফিসে(Post Office)রাখতে পছন্দ করি কারণ এই সমস্ত সরকারি ক্ষেত্রে আমাদের অর্থ যেমন সুরক্ষিত থাকে তেমন আমরা একটা সময়ের পর ভালো সুদ পাই। আমাদের এই অর্থ শুধুমাত্র আমাদের নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও ভীষণভাবে প্রয়োজনীয়।

Reserve Bank of India

তবে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) একটি বিবৃতি থেকে জানা গেছে ব্যাংক এবং পোস্ট অফিসে মালিকহীন সেভিংস অর্থের পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই দাবীহীন টাকা বছরের পর বছর পড়ে রয়েছে ব্যাংক এবং পোস্ট অফিসে। এবার এই দাবীহীন টাকা গ্রাহকদের কাছে ফেরত দেবার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

আরো পড়ুন: এবার পুজোয় বাজার কাঁপাতে আসছে চলেছে এই দুর্ধর্ষ ৩ টি বাইক

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে https://udgam.rbi.org.in নামে একটি পোর্টাল খোলা হয়েছে, যেখানে গ্রাহকরা নিজেদের অর্থ পাবেন খুব সহজে। গ্রাহকদের প্রথমে রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করার জন্য https://udgam.rbi.org.in/unclaimed-deposits/#/register লিংকে যেতে হবে। এরপর গ্রাহকরা https://udgam.rbi.org.in/unclaimed-deposits/#/login লিংক থেকে লগইন করতে পারবেন। রেজিস্টার করার সময় গ্রাহকদের মোবাইল নম্বর দিতে হবে।

Reserve Bank of India
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফ থেকে যে পোর্টাল খোলা হয়েছে তাতে ৭টি ব্যাংকের সমস্ত তথ্য দেওয়া রয়েছে। এই ৭টি ব্যাংকের মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেড, ধনলক্ষী ব্যাঙ্ক লিমিটেড এবং সিটি ব্যাঙ্ক।

আরো পড়ুন: জানেন কী ট্রেনের ইঞ্জিন চালাতে কত লিটার ইঞ্জিন অয়েল লাগে?

এই পোর্টালে লগইন করলেই আপনি দেখতে পাবেন আপনার কোন দাবিহীন টাকা আপনার নির্দিষ্ট ব্যাংক রয়েছে কিনা। আপনার যদি কোন দাবিহীন অর্থ থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ক্লেম করতে পারবেন সেটি এবং ক্লেম করার মত ১০০ দিনের মধ্যেই সমস্ত নথি যাচাই করার পরিপ্রেক্ষিতে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত অর্থ।