বর্তমানের সবথেকে বড় খবর আমাদের দেশের নাম পরিবর্তন হতে চলেছে আর তাই নিয়ে গোটা দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি জি-২০ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ পত্রে যেভাবে গভর্নর অফ ইন্ডিয়ার (India) পরিবর্তে লেখা হয়েছে গভর্নর অফ ভারত (Bharat), তাতে অনেকেই চিন্তা করছেন হয়তো চিরকালের জন্য আমাদের দেশের নাম পরিবর্তিত হয়ে যাবে। তবে এই নাম পরিবর্তন কতটা যথাযথ বা আদৌ এই নাম পরিবর্তিত করা যাবে কিনা তা নিয়ে কথা বলেছেন পি ডি টি আচারি।
এই প্রসঙ্গে সাংবিধানিক বিশেষজ্ঞ বলেন, ভারতের নাম পরিবর্তনের জন্য বেশ কয়েকটি সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হবে। অনুচ্ছেদ ১ পরিবর্তন করতে হবে। পাশাপাশি অন্য অনেক নিবন্ধেও আনতে হবে পরিবর্তন।
আরো পড়ুন: তালিকায় যুক্ত হল আরো ৫ টি নতুন প্রকল্প, শুরু হতে চলেছে দুয়ারে সরকার
তিনি আরো বলেন, দেশের জন্য একটি মাত্র নাম থাকতে পারে দুটি নাম বিনিময় যোগ্য হতে পারে না। এটি দেশের পক্ষে বিভ্রান্তিজনক পরিস্থিতি তৈরি করবে। জাতিসংঘে ভারতের নাম “রিপাবলিক অফ ইন্ডিয়া”। এবার এটিকে যদি ভারত প্রজাতন্ত্র হিসেবে লিখতে হয় তাহলে সংবিধান সংশোধন করতে হবে এবং সম্পূর্ণ দেশকে অবহিত করতে হবে, দেশের নাম পরিবর্তিত করা হচ্ছে এই বলে।
লোকসভার প্রাক্তন মহাসচিব আরও বলেন, এই পরিবর্তনটি সংবিধানে একটি সংশোধনীর মাধ্যমে আনতে হবে। অন্যথায় নাম পরিবর্তিত করা যাবে না। অনুচ্ছেদ ১- এ লেখা ইন্ডিয়াকে ভারত বলে বর্ণনা করা হয়েছে তবে এটি একে অপরের বর্ণনামূলক, বিনিময়যোগ্য নয়।
আরো পড়ুন: গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ! আচমকাই ১১৯ টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করল Jio
প্রসঙ্গত, আগামী আঠারো সেপ্টেম্বর থেকে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মনে করা হচ্ছে পাঁচ দিনের এই বিশেষ অধিবেশনে নাম পরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হবে। আগামী দিনে এই পরিবর্তন কতটা প্রাসঙ্গিক বা কতটা বিতর্কমূলক তা সময় বলতে পারবে।