কেউ ২৫ কোটি আবার কেউ ১ কোটি! জানুন ‘রকি অর রাণী কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় পিছু কত টাকা পারিশ্রমিক পেলেন তারকারা

Rocky Aur Rani Ki Prem Kahani: বলি ইন্ডাস্ট্রির অন্যতম দক্ষ এবং বিতর্কিত পরিচালক হলেন করন জোহর(Karan Johar)। ইতিমধ্যেই তিনি ২৫ বছর পূর্ণ করেছেন বলিউডে। নিজের ২৫ বছর উপলক্ষে করন জোহার পরিচালিত রকি ওর রানী কি প্রেম কাহানি, আসতে চলেছে প্রেক্ষাগৃহে। এই সিনেমায় রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট(Alia Bhatt) ভূমিকায় অভিনয় করবেন। বহুদিন পরে স্ক্রিন শেয়ার করবেন ধর্মেন্দ্র এবং জয়া বচ্চন(Jaya Bachchan)।

Rocky Aur Rani Ki Prem Kahaani Star Cast Fees

সিনেমাতে চূর্ণী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে টোটা রায়চৌধুরীর মতো বেশ কয়েকজন বাঙালি তারকাকেও অভিনয় করতে দেখা যাবে। ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সিনেমাটি প্রেক্ষাপটে আসবে তাই ইতিমধ্যেই সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। করণ পরিচালিত যে কোন সিনেমাই আমাদের মনে আলাদাভাবে ছাপ ফেলে যায় তাই এই সিনেমাটিকে ঘিরেও মানুষের মধ্যে কৌতুহল কম নয়।

আরো পড়ুন: খুবই জনপ্রিয় সব্জি অথচ পটলের ইংরেজি বলতে হিমশিম খেয়ে যাচ্ছেন দেশের মানুষজন

“রকি ওর রানী কি প্রেম কাহিনী” (Rocky Aur Rani Ki Prem Kahani) সিনেমায় অভিনয় করার জন্য প্রায় ২৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন রণবীর সিংহ(Ranveer Singh)। মুখ্য প্রেমিকাই অভিনয় করার জন্য ১০ কোটি টাকা আয় করেছেন আলিয়া। ২০১৪ সালের পর প্রায় ১০ বছর বাদে আরো একবার ক্যামেরার সামনে ফিরে এসেছেন ধর্মেন্দ্র(Dharmendra)। এই সিনেমায় অভিনয় করার জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন এই বর্ষিয়ান অভিনেতা। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জয়া। আরো একবার জয়াকে একটি অসাধারণ চরিত্রে দেখতে পাবো আমরা। করন জোহরের ছবিতে অভিনয় করার জন্য আনুমানিক এক কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন জয়া বচ্চন।

Rocky Aur Rani Ki Prem Kahaani Star Cast Fees

আরো পড়ুন: কীভাবে এক কোপে দুটি আপেলকে তিনটি আপেল করতে পারবেন? কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন এর উত্তর

পার্শ্ব চরিত্রে অভিনয় করার জন্য আনুমানিক ১ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন শাবান আজমি। যদিও চূর্ণী গাঙ্গুলী এবং টোটা রায় চৌধুরীর পারিশ্রমিক সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সব মিলিয়ে এই সিনেমাটি নতুন করে যে ইতিহাস তৈরি করতে চলেছে তা বলাই বাহুল্য।