১ কিলোমিটার পথ অতিক্রম করতে কত ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয় ট্রেনের? উত্তর জেনে চমকে উঠবেন আপনি

প্রতিনিয়ত এবং প্রতিদিন আমরা রেল মাধ্যমে যাতায়াত করে থাকি নিজের যেকোনো কাজের উদ্দেশ্য পূরণ করার জন্য। যতদিন যাচ্ছে তত ট্রেন যাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে। অন্যান্য পরিবহনের থেকে যেহেতু ট্রেনের (Train) খরচা অনেকটাই কম তাই মানুষ সবার আগে ট্রেন যাত্রাকেই বেছে নেয় যাতায়াত করার জন্য।

Indian Railways

আমরা সকলেই ট্রেনে যাতায়াত করলেও ট্রেন সম্পর্কে এমন অনেক কথা রয়েছে যা আমাদের জানা উচিত কিন্তু আমরা জানি না। আজ তেমনি একটি অজানা তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি ট্রেন (Train) সম্পর্কে, যা জানলে আপনি হয়ে যাবেন অবাক।

আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ৫ এর ভিড়ের মধ্যে ৬ সংখ্যাটিকে খুঁজে বের করতে

প্রতিনিয়ত ট্রেনে চেপে কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করে ফেললেও কখনো কি ভেবে দেখেছেন এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনের ঠিক কত ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয়? অধিকাংশই এই প্রশ্নের উত্তর জানেন না তাই এই প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা।

Train

আমরা সকলেই জানি দেশের অধিকাংশ ট্রেন বিদ্যুতের মাধ্যমে চলে। একটি ট্রেনের ১ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করার জন্য প্রায় ২০ ইউনিট বিদ্যুতের খরচ হয়। ৬.৫০ টাকা হারে পার ইউনিট বিদ্যুতের বিল দিতে হয় রেলকে। তবে সরাসরি পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ পেয়ে যায় রেল আর তাই এখানে কখনোই বিদ্যুতের অভাব হয় না।

আরো পড়ুন: মুসলিম হয়েও কেন বারবার ছোটেন হিন্দু মন্দিরে? অনলাইনেই ট্রোলারদের মক্ষম জবাব সইফ কন্যা সারার

এই গ্রিডে পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয় এবং বিদ্যুৎ সরাসরি সাব স্টেশন গুলিতে পাঠিয়ে দেওয়া হয়। এই সাবস্টেশনগুলিকে আমরা প্রায়শই দেখতে পাই ট্রেনে সফরকালে। যেহেতু এই সাব স্টেশনগুলিতে সবসময় বাড়তি বিদ্যুতের মজুদ থাকে তাই সবসময় সচল থাকে ট্রেন পরিষেবা। এই এক কিলোমিটার অতিক্রম করতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তার ওপর নির্ভর করেই আপনি হিসেব করতে পারবেন মাইলের পর মাইল যেতে একটি ট্রেনের ঠিক কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়।