কখনো কী ভেবে দেখেছেন বিশ্বের দ্রুততম গাড়ি-বাইক-উড়ানের চেয়ে কত গুণ বেশি চন্দ্রযান ৩-এর গতিবেগ?

এবার চন্দ্রযান-৩ (Chandrayaan 3), পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে এগোচ্ছে। পৃথিবী থেকে চাঁদে পৌঁছতে চন্দ্রযান-৩এর সময় লাগছে ৪০ দিন। ভারতের চন্দ্রযান-৩কে ৫ই অগাস্ট চাঁদের কক্ষে ধীরে ধীরে প্রবেশ করানো হবে। তাই ৫ই আগস্ট থেকে ২৪শে আগস্ট পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। চাঁদের ৩০ কিলোমিটার উপর থেকে ২০ মিনিট ধরে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিংয়ের প্রক্রিয়া চালাবে চন্দ্রযান-৩। চাঁদের মাধ্যকর্ষণ বল তথা আকর্ষণকে কাজে লাগিয়ে তার চারপাশে বেশ কয়েক বার ঘুরে চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরত্বে আসবে। তারপর শুরু হবে সবচেয়ে পরীক্ষা। কোনো মহাকাশযানের সর্বোচ্চ গতিবেগ এমন থাকতে হবে, যাতে সেটি পৃথিবীর মাধ্যকর্ষণ বল থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আজ আমরা আলোচনা করতে চলেছি বিশ্বের দ্রুততম গাড়ি, বাইকের, বিমানের তুলনায় চন্দ্রযান-৩এর গতিবেগ কতগুণ বেশি সেই সম্পর্কে।

আরো পড়ুন: রতন টাটা ছাড়াও টাটাদের ছিল আরেক ‘রত্ন’, যার নামে নামকরণ হয়েছিল টাটা সুমো গাড়ির, জানুন পরিচয়

চন্দ্রযান-৩ (Chandrayaan 3) : চন্দ্রযান-৩, ঘণ্টায় ৪০ হাজার কিলোমিটার বেগে উড়তে পারে এবং প্রতি সেকেন্ডে ১১.২ কিলোমিটার পথ উড়ে যেতে পারে।

নাসা-এক্স-৪৩ ( NASA X-43) : বিশ্বের দ্রুততম বিমানগুলির মধ্যে শীর্ষ স্থানে রয়েছে নাসা-এক্স-৪৩ বিমান। এই বিমান ঘণ্টায় ১১ হাজার ৭৬৮ কিলোমিটার গতিবেগে উড়ে যেতে পারে ।

নাসা-এক্স-৪৩ ( NASA X-43) : বিশ্বের দ্রুততম বিমানগুলির মধ্যে শীর্ষ স্থানে রয়েছে নাসা-এক্স-৪৩ বিমান। এই বিমান ঘণ্টায় ১১ হাজার ৭৬৮ কিলোমিটার গতিবেগে উড়ে যেতে পারে ।

কাওয়াসাকি নিনজা এইচ ২ আর (Kawasaki Ninja H2 R) : বিশ্বের দ্রুততম বাইকগুলির মধ্যে অন্যতম হলো কাওয়াসাকি নিনজা এইচ ২ আর মোটরবাইক। এই বাইকটি ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে চলতে পারে।

বুগাটি চিরন পুর স্পোর্ট (Bugatti Chiron Pur Sport) : বিশ্বের দ্রুততম গাড়িগুলির মধ্যে অন্যতম এই বুগাটি চিরন পুর স্পোর্ট। এই গাড়িটি প্রতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলতে পারে।

আরো পড়ুন: বেঁচে আছেন বাদশা! নতুন ছবিতে পুরনো লুকে ফিরছেন কিং খান, ভক্তরা হবেন নস্টালজিক

ফর্মুলা ওয়ান (Formula One) : ফর্মুলা ওয়ান রেসিং কার বিশ্বব্যাপী জনপ্রিয়। এই গাড়িটি ঘণ্টায় ৩৬০ কিলোমিটার গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলতে পারে।

এফ-১৬ ফাইটার জেট (F-16 Fighter Jet) : এফ-১৬ যুদ্ধ বিমানটির সর্বোচ্চ গতিবেগ ২৪০০ কিলোমিটার। এই বিমানে রয়েছে মাত্র একটি ইঞ্জিন। ২১,২৮২ কেজি বিস্ফোরক নিয়ে ওড়ার ক্ষমতা রয়েছে এফ ১৬ যুদ্ধ বিমানের।