প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসার সাথে সাথে অনেকেই রয়েছেন যারা নিজেদের স্মার্টফোন (Smartphone)পরিবর্তন করেন। পুরনো স্মার্টফোন ভালো কন্ডিশনে থাকা সত্ত্বেও নতুন স্মার্ট ফোন কেনা অনেকেরই ফ্যাশন। অনেকেই রয়েছেন যারা একটি স্মার্ট ফোন কিনে অবলীলায় ৩ বছর চালিয়ে নেন আবার অনেকেই ৩ মাসে নতুন স্মার্টফোন (Smartphone) কেনার প্রয়োজনীয়তা অনুভব করেন।
আরো পড়ুন: ভারতের এমন এক রহস্যময় জায়গা যেখানে আজও দেখা মিলে পরী’র
বারংবার স্মার্টফোন পাল্টালেও অনেকেই জানেন না আদৌ একটি স্মার্টফোনের আয়ু কতদিন থাকে। কখন বুঝতে হবে আপনার স্মার্টফোন বদল করার সময় এসেছে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। আপনি যে সংস্থার স্মার্টফোন ব্যবহার করেন তারা যদি আপনাকে কোন নতুন অপারেটিং সিস্টেমের আপডেট না পাঠায়, তাহলে বুঝে নিতে হবে নতুন ফোন কেনার সময় এসে গেছে আপনার। আপনার ফোন আর লেটেস্ট হার্ডওয়ার আপডেট সাপোর্ট করছে না তাই স্মার্ট ফোন বদলে নেওয়াই ভালো।
এছাড়া পুরনো ফোনে ব্যাটারিতে(Battery) বিভিন্ন সমস্যা দেখা যায়। আপনার ব্যাটারি একবার চার্জে যদি মোটামুটি ১২ ঘন্টা সার্ভিস দেয় তাহলে বুঝতে পারবে আপনার ফোন এখন পাল্টানোর কোন প্রয়োজন নেই। কিন্তু আপনার ফোনের ব্যাটারি যদি ফুলে যায় অথবা চার্জ কমে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারি অথবা স্মার্টফোন পরিবর্তনের সময় এসে গেছে।
আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ৫ এর ভিড়ের মধ্যে ৬ সংখ্যাটিকে খুঁজে বের করতে
এছাড়া স্মার্ট ফোন যদি হাত থেকে পড়ে যায় অথবা চার্জিং পয়েন্টে কোন অসুবিধা হয় তাহলে আপনি সেটি পরিবর্তন করে নিতে পারেন অথবা নতুন স্মার্টফোন কিনে নিতে পারেন। আপনার বাজেট এবং আপনার পছন্দের উপর নির্ভর করবে আপনার নতুন স্মার্টফোন কেনার সময় এবং সংখ্যা।