বিশ্বের ধনী তারকাদের নাম যদি বলা হয় তাহলে সবার আগে আমাদের মাথায় আসবে শাহরুখ খান বা অমিতাভ বচ্চনের নাম। বলিউডের(Bollywood) পাশাপাশি হলিউডে(Hollywood) টম ক্রুজ, জনি ডেপ রয়েছেন এই তালিকায়। কিন্তু আপনারা হয়তো জানেন না গোটা বিশ্বের নিরিখে এমন একজন অভিনেতা রয়েছেন যিনি সব থেকে ধনী তারকা।
যারা হলিউড (Hollywood) সিনেমার সঙ্গে পরিচিত তারা টাইলার পেরি( Hollywood Actor Tyler Perry) নামটা জেনে থাকবেন। ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত মাত্র ৩৫ টি সিনেমায় অভিনয় করেছেন তিনি কিন্তু সবথেকে পরিচিত মাডিয়া মেবেল সিমান্স নামে এক বৃদ্ধার চরিত্রের কারণে। এই চরিত্রে এখনো পর্যন্ত ১৩ টি সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি এবং সবকটি ছবি সুপারহিট। জনপ্রিয়তার বিচারে না হলেও সম্পত্তির বিচারে কিন্তু তিনি যে কোন অভিনেতাকে সহজে টেক্কা দিতে পারেন।
আরো পড়ুন: গত ৪০০ বছর ধরে অভিশপ্ত জাহাজ ঘুরে বেড়াচ্ছে সমুদ্রে, এই পেছনের কাহিনী অবাক করবে আপনাকেও
মাডিয়া একজন স্বল্প শিক্ষিত বৃদ্ধা। আপাদমস্তক কমেডির চরিত্রে তিনি অভিনয় করেন এবং সকলকে মনোরঞ্জন করেন। অভিনেত্রী ব্যাগে থাকে সবসময় পাঁচটা বন্দুক, যা কথা বলতে বলতে কখন বের করে ফেলবেন তা আপনি ধরতে পারবেন না। এই চরিত্রের টুইস্ট গুলো দর্শকরা ভীষণভাবে পছন্দ করেন। সম্প্রতি আমেরিকান একটি পত্রিকায় দাবি করা হয়েছে, শুধুমাত্র মাডিয়া চরিত্রে অভিনয় করে তিনি ৮২০০ কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন। এই চরিত্রটি এতটাই পছন্দ করেন সাধারণ মানুষ, যার ফলে বর্তমানে অভিনেতার জনপ্রিয়তা তুঙ্গে।
টাইলারের ছোটবেলা যথেষ্ট মসৃণ ছিল না। অভিনেতার বাবা ছিলেন একজন কাঠের মিস্ত্রি। টাইলার মাত্র ১০ বছর বয়সে বন্ধুর মায়ের কাছে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। এরপর আরো তিন জন পুরুষ তাকে যৌন নিগ্রহ করে। স্কুলের পড়াশোনা শেষ করতে না পারায় একসময় তিনি নাটক লেখালেখি শুরু করেন। তারপর তিনি চলে আসেন আটলান্টায়। নিজের চিত্রনাট্য দিয়ে সিনেমা বানাতে শুরু করেন এবং প্রথম সিনেমা Dairy of a mad black women, ইতিহাস তৈরি করে।
আরো পড়ুন: রতন টাটার এই ৮ টি সাফল্যের মন্ত্র, যেগুলি মেনে চললে বদলে যাবে আপনারও জীবন
টাইলার হলেন প্রথম অভিনেতা যিনি এমন একজন কৃষ্ণাঙ্গ অভিনেতা যার মালিকাধীন ৩০০ একর জায়গা জুড়ে রয়েছে একটি স্টুডিও। এই মুহূর্তে তিনি কয়েক কোটি টাকার মালিক এবং যার ফলে তিনি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন এবং ৫৩ বছর বয়সী এই অভিনেতা আজ বিশ্বের সবথেকে ধনী তারকা।