আমাদের ভারতবর্ষে(India) এমন অনেক গায়ক রয়েছেন যাদের ভারতবর্ষে তো বটেই সারা বিশ্বে প্রচুর খ্যাতি রয়েছে। এই বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন গায়কদের(Singer)তালিকায় রয়েছেন শ্রেয়া ঘোষাল, সনু নিগাম বা অরিজিৎ সিং। কিছুটা পিছিয়ে গেলে অবশ্যই বলা যায় কুমার শানু, অলকা ইয়াগ্নিক, উদিত নারায়ণের নাম।
তবে এমন একজন ভারতীয় গায়ক রয়েছেন যিনি শুধুমাত্র একটি গান গাওয়ার জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নেন যে কোন অনুষ্ঠানে। এই কথাটি বললে হয়তো আপনার প্রথমে মাথায় আসবে অরিজিতের কথা কিন্তু আজ অরিজিতের কথা আমরা বলবো না। এই গায়ক শুধুমাত্র একজন গায়ক নয়, একজন অসাধারণ মিউজিক ডিরেক্টরও(Music Director)।
আরো পড়ুন: নিয়ম না মানলেই খসাতে হবে মোটা অঙ্কের জরিমানা! পশ্চিমবঙ্গে এক সঙ্গে কতটা মদ কেনা যায়?
ভারতের পাশাপাশি বিদেশেও এই গায়কের প্রচুর সুনাম কারণ এই গায়ক আমাদের ভারতকে অস্কারের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন। ঠিকই ভেবেছেন কথা বলছি এ আর রহমান সম্পর্কে। দীর্ঘদিন ধরে ভারতীয় সংগীত জগতের সঙ্গে তিনি যুক্ত। “ছাইয়া ছাইয়া” হোক অথবা “জয় হো”, যে কোনো গানে এই গায়কের জুড়ি মেলা ভার।
এ আর রহমান(AR Rahman) এক একটি গান গাওয়ার জন্য নেন তিন কোটি টাকা পারিশ্রমিক। কিছু কিছু গানের ক্ষেত্রে তিনি গানের সুর দেওয়ার দায়িত্বে থাকেন আবার কোন কোন গানের ক্ষেত্রে তিনি নিজেই গান গেয়ে থাকেন। শুধু গান নয়, একক কনসার্টের জন্যও তিনি কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এ আর রহমানের আমাদের ভারতবর্ষের সংগীত জগতে যা অবদান তা সত্যি অস্বীকার করা যায় না কখনো।
আরো পড়ুন: সালমান খানের মেয়ে থাকলে কেমন দেখতে হতো? কৃত্রিম বুদ্ধিমত্তা বানালো ছবি
প্রসঙ্গত, বর্তমানে তিনি একটি মালায়ালাম সিনেমার গান নিয়ে ভীষণভাবে ব্যস্ত। প্রবাদপ্রতিম এই গায়ককে ভালবাসেন না এমন মানুষ হয়তো পৃথিবীতে দেখা যায় না।