ভুলে যান বন্দে ভারতের কথা দ্রুত গতিতে ছুটবে ট্রেন, হাই স্পিড রেল নেটওয়ার্কে ঢুকে পড়ল বাংলায়

একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express) ভারতের বুকে ছুটছে আর ভারতকে সমৃদ্ধ করছে। বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন(Bullet Train), এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার। এইসব খবরের মধ্যেই শোনা গেল আরো একটি বড় খবর। এবার হাই স্পিড রেল নেটওয়ার্কের মধ্যে ঢুকে গেল পশ্চিমবঙ্গ। হাওড়া থেকে বারানসি পর্যন্ত হাই স্পিড রেল করিডর তৈরি হবে, বলেন রেলমন্ত্রী।

আরো পড়ুন: টোল আদায়ের অঙ্কে লক্ষীলাভ! ১ বছরের মাথায় পদ্মা সেতু থেকে আয় ৬০০ কোটি টাকারও বেশি

বর্তমানে মুম্বাই থেকে আমেদাবাদের মধ্যে দেশের সবথেকে হাই স্পিড ট্রেন চলাচলের জন্য নেটওয়ার্ক তৈরির কাজ চলছে, যে কাজে সাহায্য করছে জাপান। এই পথ আগামী দিনে আরো বিস্তীর্ণ হবে। আগামী দিনে যে কটি রুটে হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরীর পরিকল্পনা করা হয়েছে তাতে আমাদের বাংলারও নাম রয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানালেন, আরো ৭ টি গ্রুপে হাই স্পিড ট্রেন চালু হবে কিছু বছরের মধ্যেই। তৈরি হতে চলেছে বৃহত্তর network। এই ৭ টি রুটের তালিকায় রয়েছে হাওড়া বারাণসী হাই স্পিড ট্রেন করিডোর। রেলমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোরচর্চা। এই রেল করিডর তৈরি হলে আগে থেকে অনেক বেশি শক্তিশালী হবে এবং মানুষের যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি হবে তা বলাই বাহুল্য।

আরো পড়ুন: ৫ বিলাসবহুল বাংলো সহ ১১ টি ব্যয়বহুল গাড়ি! বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ জেনে চোখ উঠবে কপালে

হাওড়া বারাণসী রুট ছাড়াও যে বাকি ছটি রুট রয়েছে সেটি হল, দিল্লি বারাণসী, দিল্লি আমেদাবাদ, মুম্বাই নাগপুর, মুম্বাই হায়দ্রাবাদ, চেন্নাই মাইসুর, দিল্লি অমৃতসর রেল করিডর। ২১ জুলাই পর্যন্ত ভারতের ৫০টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা সম্ভব হয়েছে। আগামী দিনে হাই স্পিড রেল নেটওয়ার্ক চালু হলে তা বন্ধে ভারত কেউ পেছনে ফেলে দেবে বলে আশাবাদী রেল মন্ত্রক।