এবার নিজের মাতৃভাষায় গুগল বার্ডকে(Google chat bard) যে কোন প্রশ্ন করা যাবে। শুধু তাই নয়, মনের মত কোড লেখানো যাবে এই নতুন অ্যাপ্লিকেশনকে দিয়ে। এবার ওপেন এআইয়ের চ্যাট জিপিটিকে(Chat GPT) টেক্কা দিতে ইন্টারনেট সংস্থা google বেশ কয়েকটি আপডেট নিয়ে হাজির হলো। চ্যাট বক্সের মতোই এতদিন গুগলের কাছে নানান প্রশ্নের উত্তর পাওয়া যেত তবে এই নতুন আপডেটে রয়েছে বেশ কিছু চমক।
ভারত সহ সারা বিশ্বের মোট ৪০ টি ভাষা যুক্ত করা হয়েছে এই চ্যাট বক্সে। ভারতীয় ভাষার মধ্যে রয়েছে বাংলা, তামিল, তেলেগু, হিন্দি, কন্নড়, মালায়লাম, মারাঠি এবং গুজরাটি। বুঝতেই পারছেন এবার শুধুমাত্র ইংলিশে নয়, নিজের মাতৃভাষার মাধ্যমে বাতানুবাদ করতে পারবেন গুগল চ্যাটবটের সঙ্গে।
আরো পড়ুন: আমেরিকার বিজ্ঞাপন টাইম স্কোয়ারে অভিষেক মহেশ কন্যা সিতারার, বছর এগারোর এই বালিকার পারিশ্রমিক শুনলে হতবাক হবেন আপনিও
ভাষা ছাড়াও গুগল বার্ড-এর কাছ থেকে শুনতে পাবেন নানারকম গলার আওয়াজ। আপনি আপনার পছন্দমত গলার আওয়াজ শুনতে পাবেন। কিভাবে চ্যাট বট কথা বলবে সেটাও ঠিক করতে পারবেন আপনি। আপনার কায়দাতেই কথা বলবে google চ্যাটবট। ওপেন এআই চ্যাট জিপিটি, microsoft-এর বিং চাটবট আসার পর থেকেই লড়াইয়ে নেমেছিল গুগল, যার বড় উদাহরণ এই নতুন আপডেট।
সম্প্রতি google ইঞ্জিনিয়ারিং-এর ভাইস প্রেসিডেন্ট হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, এ আইয়ের নীতি ভবিষ্যতে আমাদের পথপ্রদর্শক হতে চলেছে। কি করে আমরা আরো নতুন আপডেট নিয়ে আসব সেই প্রসঙ্গে বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হচ্ছে। এতদিন google বার্ডে লেখা দিলে তা থেকে ছবি তৈরি হতো কিন্তু এবার তা উল্টো হতে চলেছে।
আরো পড়ুন: “হাত জোড় করে ক্ষমা চাইছি”… আদিপুরুষ বিতর্কে নতিস্বীকার চিত্রনাট্যকর মনোজের
আপনার আপলোড করা ছবি দেখে বিস্তারিত বর্ণনা দিয়ে দেবে গুগল। দিতে পারে পরামর্শও। এই চ্যাটবটের কার্যকারিতা আপনার প্রতিদিনের জীবনকে আরও উন্নত করে তুলবে।