পেট্রোল এবং ডিজেলের দাম যখন কিছুতেই নিম্নগামী হচ্ছে না, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন প্রত্যেকটি সংস্থা ইলেকট্রিক বাইক(Electric Bike) বাজারে আনার চেষ্টা করে চলেছে। ইতিমধ্যেই বাজার কাঁপাচ্ছে পুনে ভিত্তিক স্টার্টআপ সংস্থা Tork Motors এর Kratos R Urban ভেরিয়েন্ট।
নতুন এই সংস্থাটি দাবি করেছে, পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই আরো নতুন ইলেকট্রনিক্স মোটরসাইকেল আনা হচ্ছে বাজারে। আগের মডেলের থেকে নতুন মডেলটি প্রায় ৪২ হাজার টাকা সস্তা হবে। যে নতুন বাইকটি আনা হয়েছে তার দাম ১. ৬৭ লক্ষ টাকা। বাইকে রয়েছে দুর্দান্ত মাইলেজ এবং অত্যাধুনিক কিছু ফিচারস।
ইতিমধ্যেই এই সংস্থাটি নতুন এই মার্কেটে ইতিমধ্যেই তিনটি রং লঞ্চ করেছে যেগুলি হল, ওশিয়ান ব্লু, রেড এবং মিডনাইট ব্ল্যাক। কিন্তু এবার প্রশ্ন হল এই বাইক কি শহরতলিতে সুরক্ষিত? চলুন জেনে নেওয়া যাক কি কি অত্যাধুনিক ফিচারস রয়েছে এই বাইকটিতে?
আরো পড়ুন: অ্যালবার্ট AI Anchor দিয়ে খবর পাঠ, বড়সড়ো চমক বাংলার স্থানীয় সংবাদ মাধ্যমের
এই বাইকে আপনি পেয়ে যাবেন 8 kwh লিথিয়াম আয়ন ব্যাটারী প্যাক যা আপনাকে দেবে সর্বোচ্চ ১২ হর্স পাওয়ার এবং ৩৮ নিউটন মিটার টর্ক। সিঙ্গেল চার্জে এই বাইক প্রায় ১০০ কিলোমিটার রেঞ্জ দেবে আপনাকে। বাইকটির সর্বোচ্চ গতি ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা।
সম্প্রতি Tork Motors একটি নতুন অফার নিয়ে এসেছে যেখানে আপনি মাত্র ২০ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই এই বাইকটি পেয়ে যাবেন। পক্ষ থেকে যে অফার রাখা হয়েছে তাতে আপনারা পেয়ে যাবেন একাধিক রাইডিং মোড ইকো, সিটি ও স্পোর্টস, রিভার্স মোড, ফাস্ট চার্জিং, ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন, অ্যান্টি থেফট সিস্টেম, লাইভ ট্র্যাকিং, OTA আপডেট, চার্জিং পয়েন্ট লোকেশন ইত্যাদি।
আরো পড়ুন: চন্দ্রযান-৩ মিশনের ‘মাস্টারমাইন্ড’, ইসরো প্রধান এস সোমনাথের বেতন জেনে চোখ উঠবে কপালে
প্রসঙ্গত, এই কোম্পানিতে ২০১৯ সালে বিনিয়োগ করেছিলেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা। বুঝতেই পারছেন এই সংস্থার বিশ্বাসযোগ্যতা কতখানি। আপনিও অনায়াসে ভরসা করে এই সংস্থার বাইক কিনে আরো মসৃণ করে তুলতে পারেন আপনার জীবন।