ইন্সুরেন্স করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভরসাযোগ্য একটি নাম হল এলআইসি(LIC)। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life insurance Corporation of India) আমাদের জীবন বীমা (Life insurance) এবং স্বাস্থ্য বীমা (health insurance), এই দুই ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে।
যে কোন বীমা চলাকালীন অথবা মেয়াদ পূর্তির পর বিনিয়োগকারী এবং তার পরিবার সমূহ সুযোগ-সুবিধা পান এছাড়া যদি বিনিয়োগকারীর মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রেও মৃত ব্যক্তির পরিবার সমস্ত সুযোগ সুবিধা পান নির্দ্বিধায়।
তবে অনেক সময় অনেকেই বিমার অর্থ দাবি করতে অক্ষম হন বা তারা জানেন না কিভাবে অর্থ পেতে হয় সে ক্ষেত্রে তাদের সাহায্য করার জন্যই আমাদের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমরা বলব কিভাবে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার থেকে টাকা দাবি করা যেতে পারে।
অনেক সময় পলিসি ধারকের টাকা বীমা কোম্পানির কাছে পরে থাকে কিন্তু পলিসি ধারক মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা সেই অর্থ দাবি করেন না। অনেক সময় মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা পলিসির কথা ভুলে যান এবং ক্ষতিপূরণ দাবি করেন না।
এই পরিস্থিতিতে পরিবারের ব্যক্তি চাইলেই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার থেকে বকেয়া পরিমাণ টাকা দাবি করতে পারেন। আপনার বকেয়া টাকা দাবি করার সময় একটি প্রক্রিয়া অনুসরণ করতে হবে আপনাকে। এবার চলুন দেখে নেওয়া যাক কি সেই প্রক্রিয়া।
আরো পড়ুন: মুকেশ পত্নী নীতা আম্বানির ২০০ কোটি টাকা খরচে তৈরি বাথরুমে বিশেষত্ব জেনে কপালে উঠবে চোখ
১) প্রথমে LIC- এর নির্ধারিত ওয়েবসাইটে যান।
২) ওয়েবসাইটের নিচে স্ক্রল করতে থাকুন।
৩) সেখানে অপশনে ক্লিক করুন এবং দেখুন নতুন পেজ খুলে যাবে।
৪) এবার আপনার এলআইসি পলিসি নম্বর, পলিসি ধারকের নাম্বার, জন্ম তারিখ এবং প্যান কার্ড নম্বরের বিশদ বিবরণ দিয়ে দিন।
৫) পলিসি ধারকের নাম জন্মতারিখ দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন।
৬) যদি কোন বকেয়া থাকে তাহলে তার তথ্য চলে আসবে আপনার কাছে।
৭) এবার দেখে নিন কিভাবে আপনি আপনার বকেয়া টাকা পাবেন।
আরো পড়ুন: ভারতের জাতীয় বৃক্ষ না হয় বট! বলুন তো পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কী? বাংলায় থাকলেও অনেকের কাছেই নেই এর উত্তর
এই কটি পদক্ষেপের মাধ্যমে আপনি আপনার বকেয়া টাকা পেয়ে যাবেন ভীষণ সহজেই। অনেকেই আছেন যারা সঠিক ভাবে জানেন না কিভাবে বকেয়া টাকা পাওয়া যায় অথবা অনেকেই উপযুক্ত কাগজপত্রের অভাবে সেই টাকা দাবি করে না। কিন্তু এবার আপনি মাত্র এক ক্লিকেই বকেয়া টাকা দাবি করতে পারেন এবং সেই অর্থ পেতে পারেন ভীষণ সহজে।