ছোট থেকেই জেনারেল নলেজ(General Knowledge Quiz) অর্থাৎ সাধারণ জ্ঞানের মতো একটি আলাদা বিষয় থাকে আমাদের শিক্ষা ক্ষেত্রে কারণ সাধারণ জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে বড় হয়ে কাজের ক্ষেত্রে ভীষণ সমস্যায় পড়তে হয় আমাদের। চাকরির ক্ষেত্রে অথবা কোন বড় পরীক্ষায় বসতে গেলে মিনিমাম কিছু সাধারণ জ্ঞান আপনার থাকা উচিত না হলে আপনি যেকোনো সাফল্য পেতে ব্যর্থ হবেন।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি যদি আপনি নেন, তাহলে পাঠ্য বইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি মাথায় রাখতে হবে আপনাকে। বেশ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন এমন থাকে যা ছোট থেকেই আমরা শিখে এসেছি আবার এমন কিছু প্রশ্ন থাকে যা সময়ের সাথে সাথে তৈরি হয়।
আরো পড়ুন: বাজরাঙ্গি ভাইজান এর সেই ছোট্ট মুন্নি এখন সুন্দর যুবতী, ছবি দেখে প্রেমে পড়বেন আপনিও
তেমনি একটি প্রশ্ন হল আমাদের ভারতবর্ষের মধ্যে কোন শহর রয়েছে যার দুটি রাজধানী? স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি শুনলে আপনি কিছুটা থতমতো খেয়ে যাবেন কারণ আমরা জানি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের একটি করে রাজধানী রয়েছে। তাই এই প্রশ্নের উত্তর যে আপনার কাছে অজানা হবে তা বলাই বাহুল্য।
চলুন আপনাকে তাহলে জানাই প্রশ্নটির উত্তর কি। এই প্রশ্নের উত্তর হল চন্ডিগড়(Chandigarh)। চন্ডিগড় এমন একটি শহর যা পাঞ্জাব(Punjab) এবং হরিয়ানা(Haryana) দুটি রাজ্যের একসঙ্গে রাজধানী। যদিও প্রশাসনিকভাবে এই শহরটি পাঞ্জাব অথবা হরিয়ানা কোন রাজ্যের অধীনস্থ নয়। চন্ডিগড় হলো একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
আরো পড়ুন: খুব শীঘ্রই হতে চলেছে চুক্তি, রিলায়েন্সের সঙ্গে কয়েকশো কোটি টাকার চুক্তিতে ব্যবসায় নামবেন এই বলিউড অভিনেত্রী
চন্ডিগড়ের শাসনকর্তা হলেন পাঞ্জাবের রাজ্যপাল। কিন্তু একটি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া সত্ত্বেও দুটি রাজ্যের একসঙ্গে রাজধানীর প্রতিনিধিত্ব করে চন্ডিগড়। মা চন্ডীর নাম থেকে এই শহরটির নামকরণ হয়েছে। শহরটির আক্ষরিক অর্থ হল দেবী চণ্ডীর গড় অথবা দুর্গ। এই শহরে যেহেতু মা চন্ডী দুর্গ রয়েছে তাই শহরটির নাম হয়েছে চন্ডিগড়। তাহলে এবার এই প্রশ্নটিই যদি আপনাকে কখনো করা হয় তাহলে নিশ্চয়ই থতমত খেয়ে যাবেন না। এমন আরও প্রশ্ন উত্তর জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আর জানুন এমন হাজারো নানান অজানা প্রশ্নের উত্তর।