General Knowledge Quiz : ভারতের একমাত্র রেল স্টেশন যেখানে শুধুমাত্র মহিলারা করেন কাজ

বর্তমানে পুঁথিগত বিদ্যার থেকে অনেক বেশি দরকার সাধারণ জ্ঞান (General Knowledge Quiz)। যেকোনো চাকরি পরীক্ষার জন্য প্রয়োজন এমন কিছু উপস্থিত বুদ্ধি যা আপনাকে সেই চাকরির পরীক্ষায়( Exam) উত্তীর্ণ করতে সাহায্য করবে। আজ এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আমরা, যা আপনি কখনো শোনেননি এবং আপনাকে ভবিষ্যতে এই সমস্ত প্রশ্ন সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক তাহলে সেই সমস্ত প্রশ্ন গুলি এবং তার উত্তর।

১)ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক মুসলিম বাস করেন?
উ: উত্তর প্রদেশ(Uttar Pradesh)। উত্তর প্রদেশ হলো ভারতের শীর্ষ মুসলিম জনসংখ্যা রাজ্য। উত্তরপ্রদেশে প্রায় ৩.৯ কোটি মুসলিম বাস করেন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ এবং তৃতীয় স্থানে রয়েছে বিহার।

আরো পড়ুন: এই বিষয়টাই খুব জটিল’, টলিপাড়ার ক্রাশ মিমি প্রেম নিয়ে এ কী বললেন?

২) ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণ বনাঞ্চল রয়েছে?
উ: মধ্যপ্রদেশ(Madhya Pradesh)। আয়তনের দিক থেকে মধ্য প্রদেশের ৭৭৫২২ বর্গ কিলোমিটার আয়তনের বৃহত্তম বনভূমি রয়েছে। মধ্যপ্রদেশের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর-পূর্ব রাজ্যের অরুণাচল প্রদেশ।

৩) বিশ্বের কোন দেশে সেনাবাহিনী নেই?
উ: আইসল্যান্ড(Iceland)। সবথেকে শান্তিপূর্ণ দেশের তালিকায় সবার শেষে রয়েছে এই দেশ। ১৮৬৯ সাল থেকে এই দেশে কোন সেনাবাহিনী নেই।

৪) কোন গাছকে বলা হয় ভারতের জাতীয় গাছ?
উ: বটগাছ(Banyan Tree)। এই গাছটিকে ভারতের জাতীয় গাছ হিসেবে বিবেচনা করা হয় কারণ বহু ধর্মীয় পৌরাণিক এবং সাংস্কৃতিক গুরুত্ব এই গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে ভীষণ ভাবে। হিন্দু ধর্ম মতে এই গাছটিকে দেবতার আসনে বসিয়ে পূজা করা হয়।

আরো পড়ুন: জ্যাঠা,কাকা নয় চাঁদকে কেন আমরা মামা বলে ডাকি! এর পেছনের কারণ জেনে চমকে যাবেন আপনিও

৫) ভারতের কোন রেলস্টেশনে শুধুমাত্র মহিলা কর্মীরা কাজ করেন?
উ: গান্ধীনগর(Gandhinagar)। গান্ধীনগর স্টেশনটি এমন একটি স্টেশন যেটি শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত। পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ সাফাই কর্মী থেকে শুরু করে স্টেশন মাস্টার পর্যন্ত সকলেই মহিলা কর্মী। এটি বিশ্বের প্রথম মহিলা দ্বারা পরিচালিত রেল স্টেশন।