General Knowledge Quiz: বর্ষাকালে আজই বাড়িতে লাগান এই গাছ, বাড়ির আনাচে কানাচে ঘেষবে না সাপ

যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য আমাদের মিনিমাম সাধারণ জ্ঞান (GeneralGeneral Knowledge Quiz) থাকা ভীষণভাবে প্রয়োজন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার সময় এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যেগুলি শুনলে হঠাৎ করে আপনি ঘাবড়ে যেতে পারেন কিন্তু উপস্থিত বুদ্ধির দ্বারা এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় ভীষণ সহজে। তাহলে চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে বিস্তারিত যা এর আগে হয়তো আপনি কখনো শোনেন নি।

১) রোমিও এন্ড জুলিয়েট বিখ্যাত নাটকটি কে রচনা করেছিলেন?

উ: উইলিয়াম শেক্সপিয়ার(William Shakespeare)

২) উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?

উ: জাপানকে

আরো পড়ুন: বিরাট কোহলি বনাম মা দুর্গা, এবার পুজোয় কাকে জেতাবে বাঙালিরা?
৩) দিল্লি লাল কেল্লা নির্মাণ করেন কে?

উ: মুঘল শাসক শাহজাহান

৪) মানব দেহে ইনসুলিন হরমোন পাওয়া যায় কোথায়?

উ: অগ্নাশয়

৫) ভারতের প্রথম কোথায় ট্রেন চালানো হয়েছিল?

উ: মুম্বাইয়ের বোরি বন্দর থেকে থানের মধ্যে প্রথম ট্রেন চালানো হয়েছিল ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল।

৬) উট কত দিন জল না খেয়ে বেঁচে থাকতে পারে?

উ: প্রায় ছ মাস

৭) কোন সবজিকে সবজির রানী বলা হয়?

উ: মরিচ

৮) বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা হয়?

উ: নাইট্রোজেন গ্যাস

আরো পড়ুন: এই বিষয়টাই খুব জটিল’, টলিপাড়ার ক্রাশ মিমি প্রেম নিয়ে এ কী বললেন?
৯) পৃথিবীর কোন দেশে কাপড়ে সংবাদপত্র ছাপা হয়?

উ: স্পেন

১০) কোন দেশে প্রতিবছর নববর্ষের তারিখ পরিবর্তিত হয়?

উ: চীন

১১) ভারতের কোন রেলস্টেশন দুই রাজ্যের মধ্যে অবস্থিত?

উ: নভাপুর রেলস্টেশন, যার অর্ধেক গুজরাট এবং অর্ধেক মহারাষ্ট্রে অবস্থিত।

১২) সমগ্র মহাবিশ্বের উৎপত্তিস্থল কোথায়?

উ: সুপার নোভা

১৩) পাকিস্তানের নাম কে রেখেছিলেন?

উ: রহমত আলী

১৪) ভারতীয় রিজার্ভ ব্যাংক(Reserve Bank of India) কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

উ: ১৯৩৫ সালে

১৫) বাড়িতে কোন গাছ লাগালে কখনো সাপ আসে না?

উ: সর্পগন্ধা গাছ, এই গাছ থেকে সাপের শত্রু হিসেবে বিবেচনা করা হয়। শুধু সাপ নয় যে কোন বিষাক্ত কীট পতঙ্গ বাড়িতে প্রবেশ করতে পারে না এই গাছ লাগালে।