তথাকথিত পুস্তকের পাশাপাশি এমন একটি পড়া আমাদের করতে হতো যেগুলি করতে আমাদের ভীষণ ভালো লাগতো আর সেটি হলো সাধারণ জ্ঞান (General Knowledge)। এই সাধারণ জ্ঞানের (General Knowledge) হাত ধরে আমরা অনেক নানান অজানা কথা জানতে পারি এবং জীবনের দুর্গম পথগুলি খুব সহজেই পেরিয়ে আসতে পারি। আজ তেমনি কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আমরা আপনাদের কাছে।
১) কোন প্রাণীর মাথা কাটার পরেও জীবিত থাকতে পারে সেই প্রাণী?
উ: আরশোলা
২) কোন দেশে প্লাস্টিকের নোটের চল রয়েছে?
উ: অস্ট্রেলিয়া(Australia)
৩) কত সালে ইংরেজরা ভারতে এসেছিল?
উ: ১৪৯৮ সালের ২০ মে
৪) কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক স্কুল রয়েছে?
উ: বিহারে
৫) কোন রাজ্যে সব থেকে বেশি গবাদি পশু দেখতে পাওয়া যায়?
উ: মধ্যপ্রদেশে
৬) কোন দেশের পতাকায় দ্বৈত ত্রিভুজ দেখতে পাওয়া যায়?
উ: নেপাল(Nepal)
৭) মানুষের রক্তে কোন ধাতু পাওয়া যায়?
উ: আয়রন
৮) কোন দেশে সোনার গাড়ি চলতে দেখতে পাওয়া যায় রাস্তায়?
উ: সৌদি আরবে(Saudi Arab)
৯) গঙ্গাকে কত সালে জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয়?
উ: ২০০৮ সালে
১০) কোন ভারতীয় রাজার ঘোড়ার নাম চেতক?
উ: মহারানা প্রতাপের
১১) কোন দেশের জাতীয় প্রাণী ষাঁড়?
উ: স্পেন
১২) সূর্যকে মহাকাশ থেকে কি রংয়ের দেখায়?
উ: উজ্জ্বল সাদা রংয়ের
১৩) ভারতের কোন রাজ্যে সূর্য দু’ঘণ্টা আগে উদিত হয়?
উ: অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)
১৪) ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে কতজন ভারত জওয়ান শহীদ হয়েছিলেন?
উ: ৫২৭ জন
১৫) ভারতীয় নোটে গান্ধীজীর আগে কার ছবি ছিল?
উ: অশোক স্তম্ভের