OTT প্লাটফর্মে উঠবে ঝড়! সুস্মিতা আলিয়া থেকে রাজকুমার তারকাদের দীর্ঘ তালিকায় থাকবে বড় চমক

ইন্টারনেটের যুগে মানুষ এখন আর প্রেক্ষাপটে সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করে না বরং অপেক্ষা করে মুক্তির জন্য। চলতি বছরেও এমন অনেক সিনেমা এবং ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ডিজিটাল প্লাটফর্মে(Digital Platform) কিন্তু আগস্ট মাস পড়তে না পড়তেই মানুষের মধ্যে উত্তেজনা আরো বেশি বেড়ে গেছে কারণ এই মাসে তাবড় তাবড় অভিনেত্রীদের একাধিক ওয়েব সিরিজ মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে। শুধু বলিউড(Bollywood) তারকা নয়, একাধিক দক্ষিণী তারকার ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে চলতি মাসে।

ott
ওয়েব সিরিজের পাশাপাশি এই মাসেই মুক্তি পাবে গদার টু এবং ওএমজি ২। খুব স্বাভাবিকভাবেই বড় পর্দার সাথে এই মাসে ছোট পর্দার একটা বড় টক্কর দেখতে পাবো আমরা। চলুন জেনে নেওয়া যাক চলতি মাসে কি কি নতুন ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে ডিজিটাল প্লাটফর্মে।

মেড ইন হেভেন ২(Made in Heaven 2): ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজের প্রথম পর্বটি। ১০ আগস্ট দ্বিতীয় সিজন মুক্তি পেতে চলেছে যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সাধারণ মানুষ।

আরো পড়ুন: মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স এবার সাশ্রয়ী মূল্যে নিয়ে এল JioBook Laptop

তালি (Taali): বহুদিন বাদে সুস্মিতা সেন আসতে চলেছেন নতুন রূপে। রূপান্তরকামী চরিত্রে নজর কারা অভিনয় করতে দেখতে পাবো আমরা সুস্মিতা সেনকে। এই ওয়েব সিরিজে শ্রী গৌরীর ভূমিকায় অভিনয় করবেন বিশ্বসুন্দরী। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ ই আগস্ট এই সিনেমাটি জিও সিনেমা প্ল্যাটফর্মে বিনামূল্যে দেখতে পাবেন আপনি।

গানস অ্যান্ড গুলাবস (Guns And Gulabs): আগামী ১৮ই আগস্ট নেটফ্লিক্স এ মুক্তি পাবে এই অসাধারণ ওয়েবসিরিজটি। কমেডি এবং ক্রাইমসিলার ঘরানা সংমিশ্রণে বানানো এই ওয়েব সিরিজটিতে অভিনয় করবেন রাজকুমার রাও, আদর্শ গৌরব এবং গুলশান দেবাইয়া।

ott
হার্ট অফ স্টোন (Heart of stone): প্রথমবারের জন্য হলিউডের আত্মপ্রকাশ করতে চলেছেন আলিয়া ভাট এবং সেই সিনেমায় আমরা দেখতে পাবো আগামী ১১আগস্ট।

কম্যান্ডো (Comando): ২০১৩ সালে কম্যান্ডো সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল এবং এই সিরিজের তৃতীয় পর্ব আগামী ১১ ই আগস্ট মুক্তি পেতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে। সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করবেন প্রেম পারিজা, আদা শর্মা।

আরো পড়ুন: ল্যান্ডিংয়ের পর চাঁদে কেমন দেখাবে চন্দ্রযানকে, ছবি তৈরি করল AI

গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ৩ (Guardians Of The Galaxy 3): ২০১৭ সালে দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছিল। ৬ বছর পর চলতি বছরের মে মাসে তৃতীয় পর্বটি মুক্তি পেয়েছিল প্রেক্ষাপটে। আর চলতি মাসের ২ আগস্ট থেকে ওটিটি প্লাটফর্মে আপনি দেখতে পাবেন এই সিনেমাটি। শুধু তাই নয়, ইংরেজি ভাষা ছাড়াও এই সিনেমাটি দেখতে পাবেন হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায়।