চাঁদের মাটি হাতে পেলেই বদলে যাবে ভারতের ভাগ্য! জানুন চাঁদে কী কী কাজ করবে চন্দ্রযান ৩

গত বুধবার অর্থাৎ ২৩ আগস্ট, চাঁদের দক্ষিণ প্রান্তে সফল অভিযান করে বিশ্বের দরবারে নাম উজ্জ্বল করেছে ভারতবর্ষের (India) বিজ্ঞানীরা। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রেখে রীতিমতো মহাবিপ্লব ঘটিয়ে ফেলেছে ইসরো। এবার চলুন জেনে নেওয়া যাক চন্দ্রযান-৩ (Chandrayaan 3) চাঁদের মাটিতে পৌঁছে ঠিক কি কি কাজ করবে এবং কি কি তথ্য আমাদের কাছে নিয়ে আসবে চন্দ্রযান-৩।

চাঁদের মাটিতে পদার্পণ করার পরেই ল্যান্ডার বিক্রমের(Vikram) একটি অংশ স্বয়ংক্রিয়ভাবে নেমে এসেছে চাঁদের মাটিতে। বিক্রমের ভেতর থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। চাঁদের বুকে ৪ ঘন্টা বিশ্রাম নিয়ে ফের হাঁটাচলা করে তথ্য সংগ্রহ করবে প্রজ্ঞান। প্রতি সেকেন্ডে ১ সেন্টিমিটার পথ পাড়ি দেবে রোভার। ভারতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি চাঁদের বুকেতে এঁকে দেওয়া হবে ইসরোর লোগো। এবার চলুন জেনে নেওয়া যাক মূলত কি কি কাজ করবে এই প্রজ্ঞান?

আরো পড়ুন: ভারতের এমন এক রহস্যময় জায়গা যেখানে আজও দেখা মিলে পরী’র

প্রজ্ঞানের মধ্যে রয়েছে একাধিক বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেটি আমাদের বার্তা পাঠাবে চাঁদের মাটি ঠিক কোন কোন উপাদান নিয়ে গঠিত হয়েছে বা চাঁদের মাটিতে রয়েছে কি কি খনিজে বস্তু। আগামী দুই সপ্তাহ ধরে বিশ্লেষনের মাধ্যমে এই সমস্ত বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে প্রজ্ঞান।

চাঁদের দক্ষিণ মেরুর কোন অংশে কোনদিন পৌঁছাতে পারিনি পৃথিবীর কোন দেশ তাই স্বাভাবিকভাবেই পরবর্তীকালে চাঁদের দক্ষিণ অংশ থেকে যদি কোন রকম গুরুত্বপূর্ণ বিষয় জানা যায় সে ক্ষেত্রে ভারতবর্ষের নাম আরো বেশি উজ্জ্বল হবে এবং এই বিষয়ে সবার আগে নাম উচ্চারণ করা হবে ভারতের।

আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ৫ সেকেন্ডের মধ্যে পাহাড়ের মাঝখানে লুকিয়ে থাকা মহিলা ও শিশুটিকে খুঁজে বের করতে

প্রসঙ্গত, ভারতের স্যাটেলাইট ল্যান্ড করা ঠিক দুদিন আগে রাশিয়ার স্যাটেলাইট ভেঙে পড়ে চাঁদের কক্ষপথে তাই স্বাভাবিকভাবে ভীষণভাবে টেনশনে ছিল গোটা ভারতবাসী কিন্তু অবশেষে সকলের সেই চিন্তা লাঘব করে চাঁদের মাটিতে স্যাটেলাইট ল্যান্ড করিয়ে বিশ্বের দরবারে নিজের নাম চির উজ্জ্বল করে রাখল ভারতবর্ষ।