বাপ বদলে হয়েছে লঙ্কা! সংলাপ বদলে কতখানি লক্ষীলাভ করলেন আদিপুরুষের নির্মাতারা?

অবশেষে সংলাপ পরিবর্তন হলো আদিপুরুষের। জ্বলেগি ভি তেরি বাপ কি…. হনুমানজির মুখে এই সংলাপ(Dialogue) শোনার পর যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কের পর এই “বাপ” শব্দটি পরিবর্তন করে “লঙ্কা” শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে বারবার এত পরিবর্তন করার পরেও কি কোন লক্ষী লাভ হবে আদিপুরুষের? কতটা মানুষের মন জয় করতে পারল আদিপুরুষ(Adipurush)? কি বলছে রিপোর্ট?

Adipurush

রিপোর্ট অনুযায়ী, এই পরিবর্তন করে লাভের লাভ কিছুই হয়নি। সংলাপ বদল করার পরেও ক্রমাগত ব্যবসায় পতন লক্ষ্য করা যাচ্ছে। সোমবার যে সিনেমাটি ২০ কোটি টাকা আয় করেছে, মাত্র ১ দিন পর মঙ্গলবার সেই সিনেমাটি আয় করেছে ১০ কোটি টাকা অর্থাৎ একদিনে ১০ কোটি টাকা পতন হয়েছে সিনেমাটির। শুধু তাই নয়, বুধবার সিনেমাটির সংগ্রহ মাত্র ৭.৫০ কোটি টাকা।

আরো পড়ুন: কেউ ১০ আবার কেউ ২৫ কোটি, Rocky Aur Rani kii Prem Kahaani তে রণবীর থেকে আলিয়া কত টাকা করে পারিশ্রমিক পেলেন তারকারা

একটি বেসরকারি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, সব মিলিয়ে দেশীয় বাজারে এই সিনেমাটি মাত্র ২৫৫. ৩০ কোটি টাকা আয় করতে পেরেছে। ৫০০ কোটি টাকার বাজেট নিয়ে যে সিনেমাটি তৈরি হয়েছে তার বিশ্বব্যাপী আয় মাত্র ৩৯৫ কোটি টাকা, যার মধ্যে ৯.৪৪ শতাংশ হিন্দি থেকে এসেছে।

Adipurush

এই বিতর্কের মাঝখানেই আবার টিকিটের দামের রদবদল করেছেন সিনেমার নির্মাতারা। বৃহস্পতিবার এবং শুক্রবার এই সিনেমার টিকিট মাত্র ১৫০ টাকার বিনিময় পেয়ে যাবেন দর্শকরা। সম্প্রতি টি সিরিজের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করা হয়েছে যেখানে লেখা রয়েছে, ২২ এবং ২৩ জুন আদিপুরুষ সিনেমার টিকিট রয়েছে বিশেষ অফার। যারা থ্রিডিতে এই সিনেমা দেখতে চান এই ২ দিন, তারা মাত্র ১৫০ টাকার বিনিময়ে দেখতে পাবেন সিনেমাটি।

আরো পড়ুন: কেবলমাত্র ১ % জিনিয়াস লোকেরাই পারবেন BACK শব্দের ভিড়ে লুকিয়ে থাকা PACK শব্দটি খুঁজে বের করতে

প্রসঙ্গত, অফার দেওয়া হলেও দেশের বেশ কিছু রাজ্য এই অফার থেকে বঞ্চিত হয়েছেন। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল এবং তামিলনাড়ুতে এই অফার প্রযোজ্য নয়।