কর্ম ক্ষেত্রে অথবা ব্যবসা করে আমাদের প্রতিদিনের উপার্জন হয় ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সহজ পথে তাড়াতাড়ি অর্থ উপার্জন করতে চান। সহজ পথে অর্থ উপার্জন করার অন্যতম পন্থা হলো লটারি (Lottery)। লটারি কেটে অনেকেই খুব তাড়াতাড়ি বড়লোক হতে চান। যদিও এই লটারি কাটার নেশা অনেকেই পথের ভিখারী করে দেয় তাই এটি আপনার যাতে নেশায় পরিণত না হয় সেদিকেও সচেতন থাকতে হবে আপনাকে।
এমন অনেকেই আছেন যারা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে একটি করে লটারি কাটেন। কখনো ১০০ টাকা কখনো আবার ৫০০০ টাকা লটারিতে জিতেও ফেলেন, স্বাভাবিকভাবেই বাড়তে থাকে লোভ। আবার অনেকেই আছেন যারা বারবার লটারি কেটেও কোন অর্থের মুখ দেখতে পান না। আজ আপনাকে জানাবো লটারি কাটার এমন কিছু নিয়ম যা, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবে।
আরো পড়ুন: ভুলে যাবেন লক্ষী ভান্ডার, স্বাস্থ্যসাথীর কথা! মোদী সরকারের এই প্রকল্পে মিলছে ৫ হাজার টাকা, জানুন বিস্তারিত
লটারি কাটার আগে বিগত ৭ দিনের ফলাফলের দিকে একটু নজর রাখতে হবে। আগেরবার লটারির রেজাল্টে যে নম্বরটি জিতেছে, সেদিকেও নজর দিতে হবে সচেতন ভাবে। আগেরবার যদি কোন মডেল নাম্বার জিতে থাকে লটারি টিকিট সেই নাম্বার দেখে নিজের লটারির টিকিট কাটার চেষ্টা করুন। আবার আগের বারের লটারির নম্বরের বিপরীত নাম্বারও কিনতে পারেন অপশন হিসাবে।
মিডিল নাম্বারের শেষের দুইটি সংখ্যাকে নির্দিষ্ট রেখে পরবর্তী ১০ ঘর টিকিট কেটে ফেলুন। এইভাবে যদি টিকিট কাটেন তাহলে আপনার জেতার সম্ভাবনা থাকবে। তবে শুধু টিকিটের নম্বর নয় আপনি কোথা থেকে টিকিট কাটছেন সেটাও গুরুত্বপূর্ণ। যে কাউন্টারে অনেক বেশি টিকিট থাকে সেই কাউন্টার থেকে টিকিট কাটা উচিত কারণ সেখান থেকে মানুষের জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
আরো পড়ুন: জীবনে সাফল্যের ৩ টি মহামন্ত্র সকলের সামনে তুলে ধরলেন গৌতম আদানি
এছাড়াও টিকিট কাটার আগে আপনার শুভ নম্বর বাছাই করে টিকিট কাটতে পারেন। আপনার জন্মদিন, বিবাহ বার্ষিকীর নম্বর বাছাই করে টিকিট কাটলে সেটাও আপনার ভাগ্য বদলে দিতে পারবে। তবে কৌশল যাই হোক না কেন লটারির টিকিট কেটে যে তার বিষয়টি কিন্তু পুরোটাই ভাগ্যের খেলা তাই আরো একবার বলে দি এই লটারির খেলা শুধুই খেলা হিসেবে নেবেন, নেশা হিসাবে নয়।