ফিল্ম ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত হলেও কেন ভাষাগত দিক থেকে ইন্ডাস্ট্রিগুলির নামকরণ হয় আলাদা?

মানুষের মধ্যে মতের অমিল হলেও এমন একটি জায়গা রয়েছে যেখানে সবার মত এক হয়ে যায়। এমনই একটি স্থান হল ফিল্ম ইন্ডাস্ট্রি (Film Industry)। একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েই তৈরি আমাদের ভারতীয় ইন্ডাস্ট্রি। তবে হরেক রকম ফিল্ম ইন্ডাস্ট্রি থাকলেও আমাদের কাছে শেষ কথা হল ইন্টারটেনমেন্ট(Entertainment)। বলিউড (Bollywood), টলিউড (Tollywood), কলিউড (Kollywood) এই তিনটি ইন্ডাস্ট্রি হল ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) কর্ণধার।

কিছু বছর আগেও বলিউডের(Bollywood)জনপ্রিয়তা শীর্ষে থাকলেও এখন দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা কিন্তু একেবারে কম নয়। সবশেষে রয়েছে আমাদের টলিউড, যদিও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কিছু সিনেমা রয়েছে যা বারবার আমাদের গর্বিত করে। তবে আমরা আজ জেনে নেব কেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে অবস্থিত এই ইন্ডাস্ট্রি গুলির ভিন্ন ভিন্ন নাম?

আরো পড়ুন: বিজয় সেতুপতি থেকে শাহরুখ খান, চমকে দেবে জওয়ান সিনেমায় তারকাদের পারিশ্রমিকের অঙ্ক

প্রথমে বলি বলিউড। সব থেকে বড় ইন্ডাস্ট্রি বলা হয় এই বলিউডকে। মুম্বাই শহরকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই বিশাল ইন্ডাস্ট্রি। তবে আজ আমরা যাকে মুম্বাই বলে চিনি একসময় তাকে বলা হতো বোম্বাই। এই বোম্বাই শহরের নাম অনুকরণ করেই ইন্ডাস্ট্রির নামকরণ করা হয়েছে বলিউড।

এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নাম কেন টলিউড(Tollywood)? বোম্বাই শহরের নামকরণ করে যেমন বলিউড, ঠিক তেমনি টালিগঞ্জকে ঘিরে তৈরি হয়েছে টলিউড। তবে অনেকেই জানেন না, ব্রিটিশ শাসনকালে হলিউড থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ তৈরি হয়েছিল।

এবার বলব কলিউড অর্থাৎ দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির কথা। তামিল ভাষায় তৈরি প্রত্যেকটি সিনেমা এই ইন্ডাস্ট্রির অন্তর্গত। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি মূলত চেন্নাইয়ের কোডামবক্কম এলাকায় গড়ে ওঠার কারণে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির নামকরণ হয়েছে কলিউড।

আরো পড়ুন: হাঁসের ভিড়ের মধ্যে লুকিয়ে রয়েছে একটি হিংস্র প্রাণী, কেবলমাত্র জিনিয়াস লোকরাই পারবেন খুঁজে বের করতে

স্যান্ডালউড: মূলত কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলা হয় স্যান্ডালউড ফিল্ম ইন্ডাস্ট্রি। কর্নাটকে যেহেতু চন্দন কাঠ প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই চন্দন কাঠের ইংরাজি নাম থেকে এই ইন্ডাস্ট্রির নামকরণ করা হয়েছে।

এছাড়াও পাঞ্জাবি ছবির ইন্ডাস্ট্রিকে বলা হয় পলিউড, ভোজপুরি ইন্ডাস্ট্রিকে বলা হয় ভোজিউড, মালায়ালাম ইন্ডাস্ট্রিকে বলা হয় মলিউড।