খুব শীঘ্রই ভারতে বিদ্যুতিক গাড়ির কারখানা তৈরি করবে Elon Musk এর Tesla, বছর গেলে ৫ লক্ষ তৈরি হবে ইলেকট্রিক গাড়ি

টেসলা (Tesla) হলো পৃথিবীর অন্যতম বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানী। টেসলার কর্ণধার হলেন ইলন মাস্ক (Elon Musk) । ভারতে গাড়ির কারখানা চালুর জন্য ভারতের কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছে ইলন মাস্কের কোম্পানী টেসলা (Tesla) । ভারতে, বছরে পাঁচ লাখ গাড়ি উৎপাদনক্ষমতাসম্পন্ন একটি কারখানা স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই কারখানায় যেসব গাড়ি উৎপাদিত হবে, তার ন্যূনতম দাম হবে ২০ লাখ টাকা।

Elon Musk Tesla
চীনে (China) অনেক আগেই কারখানা করেছে বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicles) কোম্পানী টেসলা। সেখানে তারা বিপুল পরিমাণে গাড়ি উৎপাদন করছে, কিন্তু এত দিন নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে টেসলা ভারতে কারখানা তৈরি করতে পারেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে টেসলা ভারতে কারখানা করার প্রস্তাব নিয়ে আলোচনা করে।

আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন মাত্র ৬ সেকেন্ডের মধ্যে ৩০৪০ সংখ্যার ভিড়ে ৩৮৪০ সংখ্যাটি খুঁজে বের করতে

এই কারখানায় উৎপাদিত গাড়ি শুধু ভারতেই নয়, ভারত (India) ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বাজারজাত করার জন্য ভারতকে রপ্তানির কেন্দ্র হিসেবে তারা চিন্তা করছে। ২০১৯ সাল থেকেই ভারতে আসার কথা ইলন মাস্কের টেসলার, কিন্তু শেষ পর্যন্ত ২০২১ সালে মাস্ক জানিয়ে দেন, উচ্চ শুল্কের কারণে ভারতে কারখানা করা হবে না। বৈদ্যুতিক গাড়ির সহায়ক পরিবেশ তৈরিতে ভারতের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছিলেন টেসলা কর্ণধার ইলন মাস্ক।

Elon Musk

আরো পড়ুন: Jio Bharat দাম মাত্র ৯৯৯ টাকা ! জলের দরে দুর্দান্ত ফোন বাজারে আনল Reliance Jio

তখন তাঁর শর্ত ছিল, আমদানি করা গাড়ি বিক্রি সফল হলেই কেবল ভারতে (India) কারখানা নির্মাণের কথা ভাবা হবে। তখন মাস্ক আশা করেছিলেন, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে অন্তত সাময়িকভাবে শুল্ক কমাবে ভারতের কেন্দ্রীয় সরকার, কিন্তু তখন না তা হওয়ায় কারখানা তৈরি করেননি মাস্ক। গত বছর সামাজিক মাধ্যমে এক ব্যক্তি ভারতে টেসলার কারখানার বিষয়টি জানতে চেয়েছিলেন মাস্কের কাছে। জবাবে মাস্ক মাস্ক জানিয়েছিলেন যে, তিনি যে সকল সুবিধা চান, তা পূরণ না হলে তিনি ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়বেন না। মূলত ভারতে মোটা বিনিয়োগের লক্ষ্য রয়েছে মাস্কের। এখনো পর্যন্ত এই বিষয়ে এইরূপ ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।