জনসংখ্যা নিরিখে আমাদের ভারতবর্ষে(India) এগিয়ে রয়েছে বহু দেশের থেকে। প্রতি ১০ বছর অন্তর অন্তর একটি জনসংখ্যা সমীক্ষা করা হয় যার ফলে জানা যায় আমাদের ভারতবর্ষের জনসংখ্যা কোথায় কত রয়েছে। সর্বশেষ জনসমীক্ষা হওয়ার কথা ছিল ২০২১ সালে, কিন্তু যেটি স্থগিত রাখা হয় মহামারীর কারণে। এরপর চলতি বছরে একটি জনসংখ্যা সমীক্ষা হওয়ার কথা।
এই জনসমীক্ষা অর্থাৎ সেন্সর থেকে জানা যায় জনসংখ্যা সংক্রান্ত সমস্ত তথ্য। জানা যায় জন্মের হার, মৃত্যুহার এবং মোট জনসংখ্যা। প্রতি ১০ বছর অন্তর অন্তর আমাদের ভারতবর্ষের জনসংখ্যা কতটা বৃদ্ধি পেলেও সেটাও জানা যায় এই সেন্সর থেকে। এই জনসমীক্ষা করা হয় যে কোন দেশের নির্বাচনের জন্য। প্রতি ১০ বছর অন্তর অন্তর কোন ব্যক্তি ভোটার তালিকা থেকে বাদ গেলেন বা কোন ব্যক্তি ভোটার তালিকায় যুক্ত হলেন তা জানার জন্যই এই জনসমীক্ষা করা হয়।
আরো পড়ুন: সস্তা হল Mahindra Thar-এর দাম, মধ্যবিত্তদের জন্য বড় সিদ্ধান্ত আনন্দ মহিন্দ্রার
২০১১ সালের সেন্সর থেকে উঠে আসা তথ্য অনুসারে জানা যায়, আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ(West Bengal) জনবহুল রাজ্য হিসেবে চতুর্থ স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় ৯.১৩কোটি। জনসংখ্যা নিরিখে প্রথম স্থান অধিকার করেছে উত্তর প্রদেশ, সেখানে জনসংখ্যা ১৯.৯৮ কোটি। উত্তরপ্রদেশে সব থেকে বেশি মানুষ বসবাস করেন ভারতবর্ষের মধ্যে।
তবে আজ আমরা ভারতবর্ষের কোনো জনবহুল রাজ্য নিয়ে কথা বলবো না বরং আমরা জানবো আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি জনসংখ্যা এবং সব থেকে কম জনসংখ্যা কোন জেলায়। ২০১১ সালের সেন্সর অনুযায়ী জানা গেছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় সব থেকে বেশি মানুষ বসবাস করেন। উত্তর ২৪ পরগনার জনসংখ্যা ১০,০০৯,৭৮১।
আরো পড়ুন: এই ৫ বলিউড অভিনেতা যাদের নামে রয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড
সবথেকে কম জনসংখ্যা রয়েছে দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরের মোট জনসংখ্যা ১,৬৭৬,২৭৬। এছাড়া বাকি জেলাগুলিতে মোটামুটি প্রায় একই জনসংখ্যার মানুষ বসবাস করেন।