জানেন কী ট্রেনের ইঞ্জিন চালাতে কত লিটার ইঞ্জিন অয়েল লাগে?

বাইক বা যে কোন বড় গাড়ি চালিত হয় ইঞ্জিনের সাহায্যে। একটি বাইক নিয়মিত এক লিটার(Litre) ইঞ্জিন অয়েলের সাহায্যে ভালোভাবে চলতে পারে। গাড়ির ক্ষেত্রে তা হয়তো কিছুটা বেশি। কিন্তু আপনি কি জানেন ট্রেনের ইঞ্জিন(Train Engine)চালাতে ঠিক কত লিটার ইঞ্জিন অয়েল লাগে?

যে কোন ইঞ্জিনকে মসৃণ ভাবে চালনা করার জন্য নিয়মিত তেল পরিবর্তন করা প্রয়োজন। কিছু সময় অন্তরের অন্তর ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে তবেই একটি ইঞ্জিন খুব মসৃণ ভাবে চালিত হয়। একটি বাইক যেমন ১ লিটার ইঞ্জিন অয়েলের সাহায্যে চালিত হয় তেমন গাড়ির ক্ষেত্রে এই পরিমাণ হয় ২ থেকে ৫।

আরো পড়ুন: অভিনয়ে দুর্দান্ত পারদর্শী! তবে বচ্চন পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতার দৌড় দেখে চোখ উঠবে কপালে

তবে গাড়ি বা বাইক নয় এটি বিশাল বড় ট্রেনের ইঞ্জিনকে নির্বিঘ্নে চালানোর জন্য যে প্রচুর পরিমাণে ইঞ্জিন তেল ব্যবহার করতে হয় তা বলাই বাহুল্য। কখনো কি ভেবে দেখেছেন যে ট্রেনে চেপে কয়েক হাজার এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করে, সেই ইঞ্জিন চালনা করার জন্য কতটা তেল লাগতে পারে?

প্রথমেই বলি, অনেক ক্যাটাগরি ট্রেন রয়েছে আমাদের ভারতীয় রেলওয়ের মধ্যে। একদিকে যেমন প্যাসেঞ্জার ট্রেন অন্যদিকে তেমন লোকাল ট্রেন। এছাড়াও চলাচল করে পণ্যবাহী ট্রেন। এমতাবস্থায় যে সমস্ত ট্রেনের ইঞ্জিনের ক্ষমতা সবথেকে বেশি সেই ইঞ্জিনে সব থেকে বেশি ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়ে থাকে।

বর্তমানে ভারতীয় রেলে ব্যবহার করা হয় WDs6, wdp 4, 4b, WDM 3 D, WDG3A, 4d এবং wdg 4। প্রতিদিন ট্রেন চলাচল করার আগে তাদের ইঞ্জিন চেক করা হয়। ইঞ্জিনের ওয়ারিং এবং ফুটো বিশেষভাবে পরীক্ষা করা হয় জাতি কোনরকম দুর্ঘটনা এড়ানো যায়। এছাড়া ট্রেনের ইঞ্জিন নিয়মিত সার্ভিস করা হয় এবং পাঠানো হয় ওয়ার্কশপে। ওয়ার্কশপে থাকার সময় ইঞ্জিন অয়েলের প্রত্যেকটি অংশ পরীক্ষা করার পর পরিবর্তন করে দেওয়া হয়।

আরো পড়ুন: বাংলা টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকের সঞ্চালক কে

WDM 3 D, WDG3A শ্রেণীর ইঞ্জিনিয়ার প্রায় ১০৮০ লিটার ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয়।WDs6 ইঞ্জিন সার্ভিস করতে ব্যবহার করা হয় ৫৩০ লিটার ইঞ্জিন অয়েল।wdg 4,wdp 4, 4b,4d ইঞ্জিন গুলির ক্ষমতা সবথেকে বেশি কারণ এগুলি অন্য বাহির ট্রেন চালনা করতে কাজে লাগে। এই ইঞ্জিনে প্রায় ১,৪৫৭ লিটার ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়। প্রতিনিয়ত এই ইঞ্জিন অয়েলগুলি ব্যবহার করার পর ইঞ্জিন কোন সমস্যা ছাড়াই চালানো যায় এবং লক্ষ লক্ষ যাত্রীদের নির্বিঘ্নে নিয়ে যাওয়া হয় এক স্থান থেকে অন্য স্থানে।