বিবাহিত হওয়া সত্ত্বেও বউকে ডিভোর্স না দিয়েই লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন এই ৬ সুপারস্টার

বলিউড অথবা টলিউড সর্বত্রই তারকাদের সংসার ভাঙ্গা গড়ার খবর প্রায়ই শোনা যায়। এমন খবরও শোনা গেছে যে, বিবাহিত হওয়া সত্বেও বলিউড (Bollywood) সুপারস্টাররা অন্য নায়িকার প্রেমে পড়েছেন। এমনকি প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়েও করেছেন। আসুন জেনে নেওয়া যাক সেই তারকাদের সম্পর্কে বিস্তারিত।

Salim Khan

সেলিম খান (Salim Khan): বলিউডের দাবাং অভিনেতা সালমান খানের (Salman Khan) বাবা সেলিম খানের দুই বিয়ে। সালমানের মা সালমা বেঁচে থাকতেই বলিউডের ডান্সিং কুইন হেলেনকে (Helen) বিয়ে করে ঘরে তোলেন সেলিম। প্রথমে এই নিয়ে অশান্তি হলেও পরে দুই স্ত্রীকে নিয়ে সুখেই সংসার করেন সেলিম।

ধর্মেন্দ্র (Dharmendra) : বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র, অভিনয় জগতে আসার আগেই প্রকাশ কৌরকে (Prakash Kaur) বিয়ে করেছিলেন। তাঁদের চারটি সন্তান থাকা সত্ত্বেও ধর্মেন্দ্র তাঁর সহ অভিনেত্রী হেমা মালিনীর (Hema Malini) প্রেমে পড়েন এবং ধর্মেন্দ্র বিবাহিত হওয়া সত্বেও প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেন।

আরো পড়ুন: এমন কোন জিনিস মেয়েদের সামনে গরুদের পিছনে থাকে? ৯৯% মানুষ এর উত্তর দিতে খেয়ে যাচ্ছেন হিমশিম

রাজ বব্বর (Raj Babbar) : ৮০এর দশকের বিখ্যাত অভিনেতা রয়েছেন রাজ বব্বর তাঁর প্রথম স্ত্রী নাদিরা জহিরকে ডিভোর্স না দিয়ে বিয়ে করে নেন তাঁর সহ অভিনেত্রী স্মিতা পাতিলকে (Smita Patil)। বিয়ের মাত্র এক বছরের মাথায় সন্তানের জন্ম দিতে গিয়ে স্মিতার মৃত্যু হলে রাজ পুনরায় তাঁর প্রথম স্ত্রীর কাছে ফিরে আসেন।

Sanjay Khan

সঞ্জয় খান (Sanjay Khan) : বলিউড অভিনেতা সঞ্জয় খান তাঁর প্রথম স্ত্রী জারিন খানকে ডিভোর্স না দিয়ে বলিউড অভিনেত্রী জিনাত আমানকে (Jeenat Aman) বিয়ে করেন। বিয়ের পরে সত্যিটা জানতে পারেন জিনাত এবং শোনা যায় একটি হোটেলে সঞ্জয় তাঁর প্রথম স্ত্রীর সামনেই জিনাতকে চড় মারেন। এরপরই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

আরো পড়ুন: বাবা-মামারা সফল তারকা! অথচ তারকা-সন্তান হয়েও ডাহা ফেল ৬ অভিনেতা, অকালেই গেছেন হারিয়ে

মহেশ ভাট (Mahesh Bhatt) : প্রথম স্ত্রী লরেন ব্রাইট ওরফে কিরণ ভাটের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই মহেশের সঙ্গে সোনি রাজদানের সম্পর্ক তৈরি হয়। আসলে, মহেশের সঙ্গে পারভিন বাবির সম্পর্কের কথা জেনে তাকে ছেড়ে চলে যান কিরণ। এরপর মহেশের জীবনে আসেন সোনি। স্ত্রীকে ডিভোর্স না দিয়েই সোনিকে বিয়ে করেন মহেশ।

Udit Narayan
উদিত নারায়ণ (Udit Narayan) : জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ দুটি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তিনি তাঁর প্রথম স্ত্রী রঞ্জনা ঝাকে ডিভোর্স না দিয়েই দীপা গহত্রজকে বিয়ে করে নেন। সেই কথা জানতে পেরে রঞ্জনা উদিতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে, উদিত প্রথমে রঞ্জনাকে স্ত্রী হিসেবে মানতে না চাইলেও পরে তাঁকে স্ত্রীর মর্যাদা দিতে বাধ্য হন।