দীপিকার এই রেকর্ড আজও ভাঙতে পারেনি বলিউডের কোনো নায়িকাই

১৬ বছরের ক্যারিয়ারে একাধিক সুপার হিট সিনেমা (Cinema) আমাদের উপহার দিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বলতে বাধা নেই বলিউডের সবথেকে বেশি উপার্জনকারী সিনেমার তালিকায় সেরা দশজনের মধ্যে রয়েছে এই অভিনেত্রীর নাম। একের পর এক দুর্দান্ত চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এখনো পর্যন্ত বলিউডে (Bollywood) এই অভিনেত্রীর ধারে কাছে আসতে পারেননি তেমন কোন অভিনেত্রী। চলুন আজকে এক নজরে দেখে নেওয়া যাক, আয়ের নিরিখে দীপিকা অভিনীত কোন কোন সিনেমা জায়গা করে নিয়েছে সেরা দশের তালিকায়, পিছনে ফেলে দিয়েছেন কোন কোন অভিনেত্রীকে?

Deepika Padukone

পাঠান(Pathan): বিতর্কের মাঝে সিনেমাটি রিলিজ হলেও এই সিনেমার বক্স অফিসের কালেকশন ১০৪২ কোটি টাকা। বক্স অফিসের কালেকশনের দিক থেকে এই সিনেমাটি দ্বিতীয় স্থান অধিকার করেছে। শাহরুখ খানের কাম ব্যাক এই সিনেমাতে দীপিকা ছাড়াও অভিনয় করেছিলেন জন আব্রাহাম।

পদ্মাবত(Padmaavat): আরো একটি বিতর্কিত ছবি এই পদ্মাবত। সিনেমাটি ঘিরে মামলা চলেছিল বহুদিন কিন্তু তবুও এই সিনেমাটি বক্স অফিস থেকে অর্জন করেছিল ৫৬০.৭ কোটি টাকা। কালেকশনের দিক থেকে নবম স্থান অধিকার করেছে এই সিনেমাটি।

আরো পড়ুন: মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স গ্রুপের বড় চমক, এবার কলকাতায় খুলতে চলেছে ব্রিটিশ রেস্তোরাঁ

পিকে(pk): আমির খান এবং অনুষ্কা শর্মা অভিনীত এই সিনেমাতেও বিতর্ক তৈরি হয়েছিল ঠিকই কিন্তু সিনেমাটি আজও মানুষের কাছে প্রথম পছন্দ। ৭৪২.৩ কোটি টাকা বক্স অফিস থেকে অর্জন করে সিনেমাটি পঞ্চম স্থান অধিকার করেছে।

Deepika Padukone

সুলতান(Sultan): অনুষ্কা শর্মা এবং সালমান খান অভিনীত সুলতান সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। সিনেমার কালেকশন ছিল ৬১৪.৯ কোটি টাকা। সিনেমাটি রয়েছে ষষ্ঠ স্থানে। অনুষ্কার দুটি সিনেমা প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিলেও দীপিকার ধারে কাছে আসতে পারেনি অনুষ্কা।

আরো পড়ুন: সস্তা হল Mahindra Thar-এর দাম, মধ্যবিত্তদের জন্য বড় সিদ্ধান্ত আনন্দ মহিন্দ্রার

টাইগার জিন্দা হে(Tiger zinda hai): টাইগার ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটি সিনেমাই বক্স অফিস থেকে দুর্দান্ত কালেকশন করেছে। ২০১৭ সালে টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল ৫৬২ কোটি টাকা। সিনেমাটি আয়ের নিরিখে রয়েছে অষ্টম স্থানে।

ধুম থ্রি(Dhoom 3): ধুম ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর এই সিনেমাটি গোটা বিশ্বব্যাপী ৫৪৫ কোটি টাকা উপার্জন করেছিল। তবে ক্যাটরিনা দীপিকার রেকর্ড ভাঙতে পারেনি।