আজ আমরা এমন একটি সরকারি স্কিম (Government Scheme) নিয়ে কথা বলছি, যেখানে আপনি নিয়মিত টাকা জমিয়ে সাধারণ এফডির (Fixed Deposit) থেকে অনেক বেশি রিটার্ন পেতে পারেন। বিভিন্ন পেনশন স্কিমগুলির নাম উঠলে এই স্কিমটির কথা আগে উঠে আসে। এই স্কিমটি হলো ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)। যেকোনো নাগরিক এই স্কিমটিতে বিনিয়োগ করতে পারেন। ন্যাশনাল পেনশন সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কমবেশি সকলেই জানেন। কিন্তু এই স্কিমে কত বিনিয়োগ করলে কত টাকা মাসিক পেনশন পাওয়া সম্ভব, তা অনেকেরই অজানা।
সম্প্রতি ভারতের এনপিএস (NPS) ট্রাস্ট একটি দুর্দান্ত ওয়েবসাইট চালু করেছে, যাতে বিনিয়োগকারীরা এনপিএসের আয় এবং সুবিধাগুলো সহজে বুঝতে পারেন। ওয়েবসাইটে রয়েছে এনপিএস ক্যালকুলেটর। এর মাধ্যমে রিটার্ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে খুব অল্প পরিমাণে বিনিয়োগ করে অনেক সুবিধা পাওয়া যায়। প্রতিদিন ১০০টাকা বাঁচিয়ে আপনি কীভাবে ৫৭ হাজার টাকা মাসিক পেনশন থেকে উপকৃত হতে পারেন, বুঝে নিন এখানে। ২৫ বছর বয়স থেকে এনপিএসে ৭৫ বছর বয়স পর্যন্ত গ্রাহকরা বিনিয়োগ করতে পারেন।
আরো পড়ুন: সৌন্দর্য বৃদ্ধি করতে অস্ত্র প্রচার করাতে গিয়ে বিপাকে পড়লেন উর্ফি
যদি কেউ ২৫ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১৫০০ টাকা অর্থাৎ দিনে ৫০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ১০ শতাংশ বার্ষিক রিটার্ন ধরলে ম্যাচুরিটিতে তিনি প্রায় ৫৭ লাখ ৪২ হাজার ৪১৬ টাকা পাবেন বিনিয়োগকারীরা মূলধনের ১০০ শতাংশ দিয়ে অ্যানুইটি প্ল্যান কিনতে পারেন। এটা কিনলে তিনি প্রতি মাসে ২৮ হাজার ৭১২ টাকা মাসিক (Monthly) পেনশন (Pension) পাবেন। যদি গ্রাহক মূলধনের ৪০ শতাংশ দিয়ে অ্যানুইটি প্ল্যান কেনেন, তাহলে তার মাসিক পেনশন হবে ১১ হাজার ৪৮৫ টাকা এবং তিনি ৩৪ লাখ টাকা নগদ হাতে পাবেন।
আরো পড়ুন: কেউ ২৫ কোটি আবার কেউ ১ কোটি! জানুন ‘রকি অর রাণী কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় পিছু কত টাকা পারিশ্রমিক পেলেন তারকারা
যদি কেউ ২৫ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ৩০০০ টাকা অর্থাৎ দিনে ১০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ১০ শতাংশ বার্ষিক রিটার্ন ধরলে ম্যাচুরিটিতে তিনি প্রায় ১ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৮৩১ টাকা পাবেন। এখন এই টাকার পুরোটা দিয়ে অ্যানুইটি প্ল্যান কিনলে তার মাসিক (Monthly) পেনশন দাঁড়াবে ৫৭ হাজার ৪১২ টাকা। যদি ৪০ শতাংশ টাকা দিয়ে অ্যানুইটি প্ল্যান কেনেন, তাহলে তিনি মাসিক ২২ হাজার ৯৭০ টাকা পেনশন পাবেন। এর পাশাপাশি অবসর গ্রহণের পর পাবেন নগদ ৬৮ লাখ টাকা, তবে ইক্যুইটি বিভাগের অধীনে এনপিএস থেকে গত ১০ বছরে গড়ে ১৩ শতাংশ রিটার্ন মিলেছে। অন্যান্য স্কিম বিভাগের গড় আয়ও ৯ শতাংশের বেশি।