Business Idea: যেকোনো কাজ যদি নিষ্ঠার সঙ্গে করা যায় তবে তা সাফল্য এনে দেয়। যারা কঠোর পরিশ্রম করেন, তারাই জীবনে সফল হতে পারেন। পোল্ট্রি ব্যবসায় ভারতের শীর্ষস্থানীয় কোম্পানী সুগুনা ফুডস প্রাইভেট লিমিটেড (Suguna Foods Pvt Ltd) হলো এরই উদাহরণ। দুই ভাই বি. সুন্দররাজন এবং মিস্টার জিবি সুন্দররাজন মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে একটি পোল্ট্রি ফার্ম শুরু করেন এবং ৩৭ বছরে ১০,৭৫০ কোটি টাকার একটি কোম্পানি তৈরি করেন।
আরো পড়ুন: কালের বিস্ময় বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ছিল না এর আসল নাম? ভারতের ৯৯ শতাংশ জানেন না তাজমহলের পূর্ব নাম
এই দুই ভাই লেখাপড়া (Study) শেষে দুজনেই চাষ শুরু করেন এবং এর পাশাপাশি ১৯৮৪ সালে একটি ছোট পোল্ট্রি ফার্ম শুরু করেন। ১৯৮৬ সালে তাঁরা পোল্ট্রি ফর্মে ব্যবহৃত টুল, ফিড ও ওষুধ বিক্রি শুরু করেন। এভাবেই শুরু হয় সুগনা ফুডস। মুরগির খামারে ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করতে গিয়ে দুই ভাইই জানতে পারেন, খামারিদের অর্থনৈতিক অবস্থা খারাপের কারণে তারা ভালোভাবে মুরগি পালন করতে পারছেন না।
এটা দেখে তাঁরা কন্ট্রাক্ট ফার্মিং শুরু করেন। তাঁরা মুরগির খামার মালিকদের ছানা থেকে শুরু করে খাবার এবং ওষুধ সবই দিতে শুরু করে। এমনকি, খামার মালিকের কাছ থেকে মুরগি কিনতে শুরু করেন। এতে শুধু পোল্ট্রি খামারিরা লাভবান হননি, সুগনা ফুডসের ব্যবসাও বাড়তে থাকে। ২০০০ সাল নাগাদ সুগনা ফুডসের (Suguna Foods) টার্নওভার বার্ষিক ১০০ কোটি টাকায় উন্নীত হয়। বর্তমানে কোম্পানীটির বার্ষিক টার্নওভার হয়েছে ১০,৭৫০ কোটি টাকা
আরো পড়ুন: গত ৪০০ বছর ধরে অভিশপ্ত জাহাজ ঘুরে বেড়াচ্ছে সমুদ্রে, এই পেছনের কাহিনী অবাক করবে আপনাকেও
কোম্পানীর ব্যবসা (Business) ১৮টি রাজ্য জুড়ে বিস্তৃত। কোম্পানীর ৭০টি ফিড মিল রয়েছে, এছাড়া ৭০টির বেশি হ্যাচারি পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এই কোম্পানীর সঙ্গে যুক্ত হয়ে পোল্ট্রি ব্যবসা করছেন ৪০ হাজার খামারি। শুধু তাই নয়, এখন কোম্পানীটি সুগনা চিকেন নামে মুরগি বিক্রি করছে এবং সুগনা ডেলফ্রিজ নামে একটি খুচরা দোকানও চালাচ্ছে।