যে কোনো দেশের জাতীয় পশু, পাখি, ফুল, ফলের নাম আমরা ছোটবেলা থেকেই জানি অথবা শিখি। কিন্তু যে রাজ্যে আমরা বাস করি সেই রাজ্যের যে কিছু জাতীয় চিহ্ন থাকে তা আমাদের জানা হয় না। আমাদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গে(West Bengal) থাকেন এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জাতীয় জিনিসের নাম আমরা জানি না। তাই আজ এই প্রতিবেদনে (Brain Tester)আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের কিছু জাতীয় জিনিস সম্পর্কে।
চাকরির(Exam) পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন (Brain Tester) আপনাকে করা হতে পারে তাই এই প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে আগামী দিনে আপনার চাকরি পেতে কোন সমস্যা হবে না চলুন তেমনই কিছু প্রশ্ন উত্তর জানা যাক।
আরো পড়ুন: ভয়ে কাঁপবে শত্রু দেশ চীন সহ পাকিস্তান, খুব শীঘ্রই দেশে আসবে আরো রাফাল ফাইটার ও সাবমেরিন!
ভারতের জাতীয় বৃক্ষ বটগাছ(Banyan Tree) , এটা আমরা অনেকেই জানি। বট বৃক্ষকে হিন্দু মত অনুসারে দেবতা স্থানে পুজো করা হয়। কিন্তু আমরা অনেকেই জানিনা পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম শুনলে অবাক হয়ে যাবেন। যে গাছটি পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের তকমা পেয়েছে সেটি হল ছাতিম গাছ।
ছাতিম গাছকে ইংরেজিতে বলা হয় Devil’s Tree। বিজ্ঞানসম্মত নাম হল Alstonia Scholaris। এই গাছটি মূলত পাওয়া যায় দক্ষিণ-পূর্ব এশিয়া সহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে। এবার চলুন ছাতিম গাছ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দি….
আরো পড়ুন: ফিল্ম ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত হলেও কেন ভাষাগত দিক থেকে ইন্ডাস্ট্রিগুলির নামকরণ হয় আলাদা?
ছাতিম গাছ সাধারণত ৪০ মিটার পর্যন্ত লম্বা হয়। খুব ধীর গতিতে এই গাছটি বৃদ্ধি পায়। গাছটি পুরোপুরি বৃদ্ধি পেতে প্রায় ৪০ থেকে ৫০ বছর সময় লাগে। এই ছাতিম গাছের কষ, ফুল এমনকি ছাল সব কিছুরই ঔষধি গুন রয়েছে। এই গাছের কাঠ পেন্সিল এবং ঘরোয়া আসবাবপত্র তৈরি করতে ভীষণ কাজে লাগে। এক কথায় বলা ভালো, এই গাছের পুরোটাই মানুষ কোন না কোন কাজেই ব্যবহার করে। এরপর আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি তাহলে আর সঠিক উত্তর দিতে কোন বাধা থাকবে না আপনার।