কীভাবে এক কোপে দুটি আপেলকে তিনটি আপেল করতে পারবেন? কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন এর উত্তর

আজ একেবারে অন্য একটি ধাঁধা (Puzzle) নিয়ে এসেছি আপনাদের কাছে। কোন লুকিয়ে থাকা ব্যক্তি অথবা প্রাণীকে খুঁজে বের করতে হবে না আজ। আজ একেবারে অন্য একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। যদি আপনি যদি সমাধান করতে পারেন তাহলে আপনি যে নিঃসন্দেহে জিনিয়াস তা প্রমাণ হয়ে যাবে।

আজকে যে ছবিটি নিয়ে এসেছি সেখানে দুটি আপেল(Apple) রয়েছে টেবিলের উপর। শর্ত হলো, একবার ছুরির কোপ মেরে দুটি আপেলকে সমান তিন ভাগে ভাগ করতে হবে। নতুন এই চ্যালেঞ্জ (Brain Tester) নেওয়ার জন্য কি আপনি রেডি?

আরো পড়ুন: শাহরুখ খান বা সালমান খান নন, এই অভিনেতা হলেন বিশ্বের সবথেকে ধনী তারকা যার রয়েছে ৮২০০ কোটি টাকার সম্পত্তি

সম্প্রতি এই পোস্ট ভাইরাল হয়েছে “নো কনটেন্ট হিউম্যানস”- এর তরফ থেকে। দাবি করা হচ্ছে, মাত্র ৬ শতাংশ মানুষ এই সমস্যার সমাধান করতে পারবেন। ছুরির এক কোপে দুটি আপেলকে সমান তিন ভাগে ভাগ করে দেওয়া সত্যি একটি কঠিন ব্যাপার। ছবিতে যে তিনজন বাচ্চাকে দেখানো হয়েছে তারা তিন জন ভীষন চিন্তিত, কারণ ছুরিটি দিয়ে শুধুমাত্র এক কোপে কিভাবে তিন ভাগ করা যাবে তা সত্যি বুঝে উঠতে পারছে না তারা।

ইতিমধ্যেই প্রায় ২৭.৬ মিলিয়ন মানুষ এই পোস্ট দেখেছেন এবং বিভিন্ন ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সবার মধ্যে একটি উক্ত নজর গেছে সকলের। চ্যাট জিপিটি বলেছে, একটি আপেল অন্য আপেলের উপরে রাখুন। এরপর এক কোপে পরপর রাখা আপেলের মাঝখানে একটি অনুভূমিক ছেদ তৈরি করতে হবে। এবার আপনার কাছে রইল একটি সম্পূর্ণ আপেল এবং একটি আপেলের অর্ধেক। এবার অর্ধেক আপেলটি দুই ভাগে ভাগ করে নিন, সর্বশেষে পুরো ভাগের সঙ্গে এই অর্ধেক আপেলের একটি অংশ সকলকে দিন।

আরো পড়ুন: কেউ লিভার, কেউ কিডনি আবার কেউ চোখ! বলিউডের এই তারকরা মৃত্যুর পর নিয়েছেন নিজেদের অঙ্গ দান করার সিদ্ধান্ত

ব্যাস হয়ে গেল সমাধান। আপনি যদি এই উত্তরটি পেরে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে বলুন আর যদি না বুঝতে পারেন তাহলে এখনই এই ধাঁধাটি সকলের সঙ্গে শেয়ার করে বুদ্ধির খেলায় মেতে উঠুন।