ধারে পাশে নেই আলিয়া-ঐশ্বর্য, বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকার বার্ষিক আয় জেনে কপালে উঠবে চোখ

বলিউডের একজন অন্যতম অভিনেত্রী হলেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। দীপিকা ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ নামক সিনেমাতে শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পদার্পণ করেছিলেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডে আসার আগে তিনি বেশ কয়েকটি দক্ষিণী সিনেমায় কাজ করেছিলেন, তবে বর্তমানে তিনি সম্পূর্ণভাবে হিন্দি সিনেমার নায়িকা। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে দীপিকা হলেন অন্যতম।

Deepika Padukone
তিনি সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ সিনেমায় অভিনয়ের জন্য জন্য ১৩ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সেই সিনেমায় দীপিকার সহ অভিনেতা যথাক্রমে রণবীর সিংহ এবং শাহিদ কাপুর পেয়েছিলেন ১০ কোটি টাকা পারিশ্রমিক। ভারতীয় সিনেমায় অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম বলিউড অভিনেত্রী, যিনি কোনো পুরুষ সহ অভিনেতার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন। দীপিকা ২০১৮ সালে রণবীর সিংহকে (Ranveer Singh) বিয়ে করেন।

আরো পড়ুন: ভারতীয় রেলের বড় উদ্যোগ, শুরু হল ভারত কোচ রেস্তোরাঁ মিলবে স্পেশাল নিরামিষ থালি থেকে মাটন হান্ডি পর্যন্ত

সম্প্রতি ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট কোম্পানী স্টকগ্রোর এক টুইট অনুসারে, এই অভিনেত্রী বছরে প্রায় ৪০ কোটি টাকার বেশি আয় করেন। ২০১৮ সাল থেকে এই অভিনেত্রী তাঁর পারিশ্রমিক বাড়িয়েছেন। দীপিকা (Deepika Padukone) একটি সিনেমার জন্য ১৫ কোটি টাকা নেন, ব্র্যান্ড অনুমোদনের জন্য ৭ থেকে ১০ কোটি টাকা নেন, এছাড়া সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রাম, টুইটারে প্রত্যেক পোস্টের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা নেন। তিনি তাঁর অভিনয়ের পাশাপাশি বেশ কিছু ব্যবসায়িক বিনিয়োগও করেছেন।

Deepika Padukone Annual Income

এর মধ্যে রয়েছে তার স্কিনকেয়ার ব্র্যান্ড। এই অভিনেত্রীর নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে। ব্যবসা এবং সম্পত্তি মিলিয়ে দীপিকার (Deepika Padukone) মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৯৭ কোটি টাকা। মুম্বাইতে তাঁর ১১৯ কোটি টাকা এবং ৬ কোটি টাকার দুটি বাড়ি রয়েছে।

আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন মাত্র ৬ সেকেন্ডের মধ্যে ৩০৪০ সংখ্যার ভিড়ে ৩৮৪০ সংখ্যাটি খুঁজে বের করতে

দীপিকাকে খুব শীঘ্রই দেখা যাবে নাগ অশ্বিনের ‘প্রোজেক্ট কে’ সিনেমায়। এই সিনেমার মাধ্যমে দীপিকা, তেলুগু ইন্ডাস্ট্রিতে পদার্পণ করবেন। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস।