বলিউডের (Bollywood) বহু বিখ্যাত অভিনেত্রী অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন এবং বলিউডকে করে তুলেছেন সমৃদ্ধ। শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, ঐশ্বর্যা রাই বচ্চন, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট প্রমুখ অভিনেত্রীর নাম রয়েছে এই তালিকায়। এই সকল অভিনেত্রীরা একের পর এক হিট সিনেমা উপহার দিলেও ব্যবসার ক্ষেত্রে বলিউডে ১০০ কোটি টাকার ক্লাবে যেই অভিনেত্রীর নাম রয়েছে আজ আমরা তাঁর সম্পর্কে বলতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত। সত্তর থেকে নব্বইয়ের দশকের মধ্যে কোনো হিন্দি সিনেমা ১০০ কোটির ক্লাবে নিজের নাম লেখালে তা বিরাট সফলতা হিসেবে বিবেচিত হতো।
বলিউডের একাংশের দাবি, আগে মানুষ সিনেমাকে শুধুমাত্র বিনোদন এবং বিলাসিতার উপাদান হিসাবে মনে করতেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সেই ধারণা বদলাতে শুরু করে। একাংশের ধারণা, আগেকার দিনের টিকিটের দামের সঙ্গে বর্তমান সময়ের টিকিটের দামের অনেকটাই পার্থক্য লক্ষণীয়। আশির দশকে ১০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলেছিলেন বলিউডের এক অভিনেত্রী। যদিও তিনি তৎকালীন জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় ছিলেন না। ১৯৮২ সালে বব্বর সুভাষের পরিচালনায় ‘ডিস্কো ড্যান্সার’ (Disco Dancer) নামক সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন মাত্র ১০ সেকেন্ডে খুঁজে বের করতে এই ছবিতে লুকিয়ে থাকা প্রাণীর প্যাটার্ন’টিকে
এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন কিম যশপাল, যিনি বলিউডের ১০০ কোটির ক্লাবে নিজের নাম স্বর্ণাক্ষরে প্রথম লিখিয়েছিলেন। তিনি এই ‘ডিস্কো ড্যান্সার’ নামক সিনেমাতে অভিনয় করেই ১০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছিলেন।
তিনি মডেলিং এবং পত্রিকার প্রচ্ছদের জন্য ফোটোশুটের মাধ্যমে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। তাঁর আসল নাম সত্যকিম যশপাল। ‘ডিস্কো ড্যান্সার’ সিনেমার মাধ্যমেই তিনি কেরিয়ারে সাফল্য পান। এরপর ‘নসীব’, ‘ফির ওহি রাত’, ‘বুলন্দি’ প্রভৃতির মতো হিন্দি সিনেমাতে অভিনয় করে তিনি বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন।
আরো পড়ুন: মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করুন ১৩ টি প্রাণী, আর মেতে উঠুন অসাধারণ এই খেলায়
১৯৮০ সাল থেকে অভিনেতা ড্যানি ডেনজংপার সঙ্গে তিনি কাজ করতে শুরু করেন এবং তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এই বন্ধুত্বই ক্রমে প্রেমে পরিণত হয়। শোনা যায় যে, তাঁরা একসাথে থাকতেন, তবে তাঁদের ভালবাসার সম্পর্ক কোনো পরিণতি পায়নি। সাত বছর সম্পর্কে থাকার পর ড্যানির সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। এরপর কিম (Satyakim Yashpal) ১৯৯৩ সালে অভিনয়জগৎ থেকে অবসর নেন।