প্রতিদিন নতুন নতুন সম্পর্কের ভাঙ্গা গড়ার খবর শুনতে পাই বলিউড (Bollywood) পাড়ায় কান পাতলে। একদিকে যেমন কোটি কোটি টাকা খরচ করে বিয়ের মন্ডপে বসেন বলিউড অভিনেতা অভিনেত্রী তেমন বিয়ে ভেঙে যাবার পর কয়েক কোটি টাকার খোরপোশ দাবি করেন অভিনেত্রীরা। কিন্তু আজ বলিউডের এমন পাঁচ জন অভিনেত্রী (Actress) তালিকা আপনাদের কাছে নিয়ে এসেছি যারা নিজের বিয়ে ভেঙে অন্য ছেলের সঙ্গে সহবাস করছেন দীর্ঘদিন ধরে।
কাম্য পাঞ্জাবি(Kamya Punjabi): হিন্দি টেলিভিশনের এই অভিনেত্রীর নাম রয়েছে একেবারে প্রথমে। ২০১৩ সালে তিনি তার স্বামী বান্টিকে ডিভোর্স দিয়ে শলভ ভাঙ্গের সঙ্গে লিভইন রিলেশন করতে শুরু করেন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর তারা বিয়ে করে নেন।
কল্কি কোয়েচলিন(Kalki Koechlin) : অভিনেত্রী জন্ম ভারতে হলেও তিনি ফরাসি অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হয়েছেন ব্যাপকভাবে। তিনি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন কিন্তু বিয়ের কিছুদিন পরেই তিনি আলাদা হয়ে যান। পরে গাই হাশবার্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কল্কি এবং পরে বিয়ে করেন তারা। বর্তমানে এক কন্যা সন্তান রয়েছে কল্কির।
আরো পড়ুন: এর আগেও একাধিকবার পৌরাণিক চরিত্রে অভিনয় করেছেন আদিপুরুষের হনুমান
পূজা বাত্রা(Puja Batra): ১৯৯৭ সালে “বিরাসত” সিনেমাতে অভিনয় করে বলিউডে ডেভিউ করেছিলেন পূজা। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি বলিউড অভিনেতা নবাব শাহের সঙ্গে লিভ ইন করতে শুরু করেন এবং ২০১৯ সালে বিয়ে করেন তারা।
রশ্মি দেশাই(Rashmi Desai): হিন্দি সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকে আমরা সকলেই চিনি। উত্তরণ, দিল সে দিল তাক ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। নন্দিশ সান্ধুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি আরহাম খানের সঙ্গে লিভ ইন রিলেশনে জড়িয়ে পড়েছেন।
মালাইকা আরোরা(Malaika Arora): বলিউডের বিখ্যাত অভিনেত্রী তথা আইটেম গার্ল মালাইকাকে কে না চেনে। আরবাজ খানের সঙ্গে দীর্ঘ বছরের বিবাহ সম্পর্ক ছেদ করে তিনি বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইন রিলেশনে রয়েছেন।