আবারো চাপ বাড়লো বলিউডের, এই দক্ষিণী ছবির প্রথম ঝলক দেখেই চক্ষুচড়ক বলিউড প্রেমীদের

দক্ষিণী সিনেমাগুলি বিগত কয়েক বছর ধরে বলিউডকে দেশ ও দেশের বাইরে ভালো ব্যবসা করেছে। গত বছর আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ (Pushpa) নামক সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। এই বছর সিনেমাটির দ্বিতীয় অংশ মুক্তি পাবে। থালাইভা রজনীকান্ত (Thalaiva Rajinikanth) অভিনীত ‘জেলার’ (Jailor) সিনেমাটিও এই বছর মুক্তি পাবে। এই সকল সিনেমার পাশাপাশি এবার আরো এক চমক রয়েছে দর্শকদের জন্য।

আরো পড়ুন: “ভারতের চেয়ে ১০০ বছর পিছিয়ে”…. চন্দ্রযান ৩-র সাফল্য নিয়ে কী বললেন পাকিস্তানিরা?

নাগার্জুন আক্কিনেনির (Nagarjuna Akkineni) জন্মদিন উপলক্ষে তাঁর নতুন সিনেমার কথা ঘোষণা করা হয়েছে। জনপ্রিয় কোরিওগ্রাফার বিজয় বিন্নি, যিনি অনেক বিখ্যাত সিনেমাতে কাজ করেছেন, তাঁরই পরিচালনায় এই সিনেমাটি হচ্ছে। টলিউডের শীর্ষস্থানীয় প্রোডাকশন হাউস শ্রীনিবাস সিলভার স্ক্রিনের প্রযোজক শ্রীনিবাস চিত্তুরি এই সিনেমাটি তৈরি করবেন। নির্মাতারা সিনেমার একটি ঝলক এবং প্রথম পোস্টারের মাধ্যমে সিনেমাটির শিরোনাম ঘোষণা করেছেন।

আরো পড়ুন: টেলিকমের পর এখন ইন্টারনেট দুনিয়া কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন মুকেশ আম্বানি, জেনে নিন কী কী উপকার হবে আপনার!

এই সিনেমাটির নাম ‘না সামি রাঙা’ (Na Swami Ranga)। প্রথম পোস্টারে নাগার্জুনকে, চুল এবং দাড়ির সাথে একটি অনন্য অবতারে দেখা গেছে। পোস্টারে দেখা যাচ্ছে তিনি বিড়ি খাচ্ছেন। ভিডিওটি আমাদের ‘না সামি রাঙা’ জগতের সাথে পরিচয় করিয়ে দেয়। এই এক ঝলকেই দেখা যাচ্ছে বিস্ময়কর অ্যাকশন। এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিকও অসাধারণ। বিখ্যাত সঙ্গীত সুরকার এমএম কিরাভানি, যিনি নাগার্জুনের জন্য বেশ কয়েকটি চার্টবাস্টার অ্যালবাম দিয়েছেন।

এমনকি, আরআরআর (RRR) নামক সিনেমায় তাঁর কাজের জন্য একটি অস্কার পুরস্কার এবং একটি জাতীয় পুরস্কার জিতেছেন, তিনি চলচ্চিত্রটির সঙ্গীত রচনা করবেন। সিনেমাটির গল্প ও সংলাপ লিখেছেন বিখ্যাত লেখক প্রসন্ন কুমার বেজওয়াদা।  আরো একটি চমকপ্রদ আপডেট নিয়ে এসেছেন। ‘না সামি রাঙা’ ২০২৪ সালের সংক্রান্তিতে মুক্তি পাবে এমনটাই জানিয়েছেন সিনেমার নির্মাতারা।