বলিউড (Bollywood) দুনিয়াটি কিছুটা গোলক ধাঁধার মতো। এই স্থানে যত তাড়াতাড়ি আপনি উপরে উঠবেন ঠিক তত তাড়াতাড়ি হারিয়েও যেতে পারেন আপনি। আমরা অনেক সময় দেখেছি, বলির নামিদামি অভিনেত্রীরা একসময় কাজের অথবা অর্থের অভাবে বি গ্রেড সিনেমা (B grade Cinema) করতেও রাজি হয়ে গেছেন। যদিও অভিনেতাদের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একই। তবে আজ এমন কয়েকজন অভিনেত্রীর কথা বলবো যাদের শুরুটা হয়েছিল বি গ্রেড সিনেমার হাত ধরে কিন্তু পরবর্তীকালে তারা বলিউডের খুব পরিচিত মুখ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।
পায়েল রোহাতোগি (Payal Rohathogi): বর্তমানে নামী সংস্থার বিজ্ঞাপন থেকে শুরু করে সৌন্দর্য প্রতিযোগিতার বিচারকের স্থানে এই অভিনেত্রী কে দেখতে পাই আমরা কিন্তু পায়েল অভিনয় জগতে পা দিয়েছিলেন বি গ্রেড সিনেমায় অভিনয় করে। ২০০২ সালে এ কেয়া হো রাহা হে, সিনেমার হাত ধরে হিন্দি সিনেমায় প্রবেশ করেছিলেন পায়েল। পরে ৩৬ চায়না ডাউন, ঢোল, হে বেবি সহ বেশ কয়েকটি সিনেমায় পার্শ চরিত্রে অভিনয় করেছিলেন পায়েল।
ঊর্বশী ঢোলাকিয়া (Urvashi Dholakia): ২০০১ সালে কাসৌটি জিন্দেগি কে, ধারাবাহিকে কমলিকা চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন উর্বশী। তবে ৬ বছর বয়সে দক্ষিনী অভিনেত্রী রেবতীর সঙ্গে একটি বিজ্ঞাপনে প্রথম অভিনয় করেছিলেন তিনি। শিশু অভিনেতা হিসেবে “শ্রীকান্ত” নামক একটি ধারাবাহিকে রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেছিলেন ঊর্বশী। ঊর্বশী হিন্দি ধারাবাহিকের খুব পরিচিত একজন খলনায়িকা কিন্তু তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন স্বপ্নম নামের একটি বি গ্রেড সিনেমার হাত ধরে।
রেশমি দিশাই(Reshmi Desai): অসমিয়া, হিন্দি, ভোজপুরি, পাঞ্জাবি অনেক ভাষায় অভিনয় করলেও পরিচিতি তিনি লাভ করেছিলেন ২০০৮ সালে “পরী হু মে” নামক একটি হিন্দি ধারাবাহীকে মুখ্য চরিত্রে অভিনয় করে। পরবর্তী সময়ে “উতরন” নামক একটি হিন্দি ধারাবাহিককে অভিনয় করে প্রশংসা করিয়েছিলেন রেশমি কিন্তু অভিনেত্রী নিজের অভিনয় শুরু করেছিলেন বালমা বড়া নাদান, তোসে পেয়ার বা নামক দুটি ভোজপুরি বি গ্রেড সিনেমার হাত ধরে।
দিশা ভাকানি(Disha Vakani): তারাক মেহতা কা উল্টা চশমা, ধারাবাহিকে দয়াবেনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি লাভ করেছিলেন অভিনেত্রী দিশা। যোধা আকবর এবং দেবদাস নামক দুটি হিন্দি চরিত্রের পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও দিশা ১৯৯৭ সালে কস্মিন: দ্যা আনটাচডস নামের একটি হিন্দি বিগ্রেড সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন।
শমা সিকান্দার (Shama Sikandar): প্রেম আগান হোক অথবা মন, প্রত্যেক সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন তিনি। একাধিক মিউজিক ভিডিওর পাশাপাশি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন শমা। তবে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন ফাইজাল খানের বিপরীতে বস্তি নামের একটি বিগ্রেড সিনেমার হাত ধরে।
আরো পড়ুন: ফের ইতিহাস গড়তে চলেছে ISRO বিজ্ঞানীরা, মহাকাশে পাঠাতে চলেছেন ৭ টি কৃত্রিম উপগ্রহ
সানা খান (Sana Khan): ছোট পর্দার এই অভিনেত্রী এক ধর্মগুলোকে বিয়ে করে অভিনয় জগত থেকে সরে যান এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। হিন্দি ছাড়াও তামিল তেলেগু মালায়ালাম ভাষায় বহু মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। নিজের ক্যারিয়ারের শুরুতে ক্লাইম্যাক্স নামের একটি বি গ্রেড সিনেমায় অভিনয় করেছিলেন সানা।
অর্চনা পুরন সিং(Archana Puran Singh): এই অভিনেত্রীকে বোধহয় আলাদা করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। গুণী এই অভিনেত্রী নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন রাত কে গুনাহ নামের একটি বি গ্রেড সিনেমায় অভিনয় করে।
আরো পড়ুন: ১ বছর নাকি ২ বছর! স্মার্টফোনের আয়ু কত দিন? আসল সত্যিটা জেনে কপালে উঠবে চোখ
সম্ভাবনা শেঠ (Sambhavna Seth): ৩৬ চায়না ডাউন সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন সম্ভাবনা কিন্তু সেই খ্যাতি বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি। বিগ বস এই প্রতিযোগী নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন মির্চি: ইটস হট, মডেল: দ্য বিউটি নামের দুটি বি গ্রেড সিনেমায় অভিনয় করে।