আলিয়া বা ক্যাটরিনা নন, বক্স অফিসের সব থেকে সফল অভিনেত্রী ইনি আয় করেছেন ৪০০০ কোটি টাকা

একসময় ছিল যখন অভিনেতারা অভিনেত্রীদের থেকে অনেক বেশি উপার্জন করতেন কিন্তু আজ সময় বদলেছে সাথে বদলে গেছে মানুষের চিন্তা ভাবনা। আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে শ্রীদেবী (Sridevi) ছিলেন প্রথম অভিনেত্রী (Bollywood Actress) যিনি অভিনেতাদের সমসাময়িক উপার্জন করতেন। আজ প্রায় প্রত্যেক অভিনেত্রী অভিনেতাদের সমসাময়িক অথবা কিছু কিছু ক্ষেত্রে অভিনেতাদের থেকে বেশি টাকা উপার্জন করেন।

Bollywood Actress

আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো বক্স অফিস থেকে সর্বোচ্চ উপার্জন কারী অভিনেত্রী কে? ঐশ্বর্য রাই বচ্চন বা প্রিয়াঙ্কা চোপড়া নন, বক্স অফিস থেকে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী হলেন কারিনা কাপুর খান(Kareena Kapoor Khan)। ২০০০ সালে অভিষেক বচ্চনের বিপরীতে রিফিউজি সিনেমায় অভিনয় করে বলিউডে পদার্পণ করেছিলেন কারিনা। আজ বলিউডের প্রায় প্রত্যেক প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন বেবো।

Bollywood Actress

২ দশক বলিউডের কাটানোর পর নিঃসন্দেহে স্বীকার করে নেওয়া যায় এখনো পর্যন্ত বক্স অফিস থেকে ৪ হাজার কোটি টাকা তিনি আয় করেছেন নিজের ছবি থেকে। উপার্জনের নিরিখে নিঃসন্দেহে তিনি পিছনে ফেলে দিয়েছেন দীপিকা বা আলিয়াকে।

Bollywood Actress

এখনো পর্যন্ত করিনার ২৩ টি সিনেমা বক্স অফিসের সাফল্য অর্জন করেছে যার মধ্যে উল্লেখযোগ্য বজরঙ্গী ভাইজান এবং থ্রি ইডিয়টস। এছাড়াও কাভি খুশি কাভি গাম, জব উই মেট, বডিগার্ডের মতো সিনেমায় অভিনয় করে বক্স অফিস থেকে মোটা টাকা উপার্জন করেছেন কারিনা কাপুর খান।

Bollywood Actress
তবে শুধুমাত্র করিনা নয়, সাফল্যে নিরিখে নাম এগিয়ে রয়েছে কারিশমা কাপুর এবং ক্যাটরিনা কাইফের। বক্স অফিসে ২২ টি সফল সিনেমায় অভিনয় করে দ্বিতীয় স্থান অধিকার করেছেন এই দুই অভিনেত্রী। এরপরই তৃতীয় স্থান অধিকার করেছেন বাঙালি অভিনেত্রী রানী মুখার্জি। এখনো পর্যন্ত তিনি নিজের ক্যারিয়ারে ২১ টি সফল সিনেমা উপহার দিয়েছেন আমাদের।১৮টি এবং ১৪ টি সফল সিনেমা উপহার দিয়ে চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকার করেছেন যথাক্রমে প্রিয়াঙ্কা চোপড়া এবং কাজল।

Bollywood Actress

ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছেন দীপিকা পাডুকোন এবং অনুষ্কা শর্মা। এই দুই অভিনেত্রী ৩ হাজার কোটি টাকা উপার্জন করেছেন বক্স অফিস থেকে। ৩ হাজার কোটি টাকা আয় করে এই তালিকায় রয়েছেন অনুষ্কা শেট্টি এবং তামান্না ভাটিয়াও। বক্স অফিস থেকে ২ হাজার কোটি টাকা আয় করে প্রায় একই স্থান অর্জন করেছেন ঐশ্বর্য রাই বচ্চন ও আলিয়া ভাট এবং দক্ষিণী অভিনেত্রী নয়ন তারা।

Bollywood Actress
আবার ফিরে আসি বেবোর কথায়। বক্স অফিস থেকে ৪ হাজার কোটি টাকা উপার্জন করলেও শুধুমাত্র বজরঙ্গি ভাইজান থেকে তিনি উপার্জন করেছেন ৯১৮ কোটি টাকা। এখন দুই সন্তানকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত দেব তবে আগামী দিনে আরো যদি সকল সিনেমা তিনি আমাদের উপহার দিতে পারেন তাহলে নিজের জায়গা একই ভাবে ধরে রাখতে পারবেন তিনি।