ফের কয়েকটি বড় জেলা ভাঙার সিদ্ধান্ত! বীরভূম-পুরুলিয়া সহ তালিকায় রয়েছে আরও অনেক নাম

২০১১ সালে ক্ষমতায় আসার পর রাজ্যবাসীর স্বার্থে একাধিক বড় জেলা ভেঙে নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ঠিক একইভাবে ২০২২ সালের ১ আগস্ট আরো কয়েকটি বড় জেলা ভেঙে সাতটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই সিদ্ধান্তের পুনরাবৃত্তি করে আরও বেশ কয়েকটি বড় বড় জেলা ভেঙে নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হল সোমবারের মন্ত্রিসভার বৈঠকে, এমনটাই খবর নবান্ন (Nabanna) সূত্রে।

আরো পড়ুনঃ জীবনে সাফল্যের ৩ টি মহামন্ত্র সকলের সামনে তুলে ধরলেন গৌতম আদানি

প্রশাসনিক কাজে গতি আনার জন্য কোন কোন জেলাকে ভেঙে নতুন জেলা তৈরি করা হবে তা খতিয়ে দেখার জন্য অভিজ্ঞ মন্ত্রী এবং আমাদের নিয়ে সোমবার কমিটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা এই কমিটিতে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং আইনমন্ত্রী মলয় ঘটক। ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা।

সোমবারের বৈঠকের জেলা ভাগ নিয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন, জেলা ভাগ হবে, অবশ্যই কিন্তু নামকরণের ক্ষেত্রে স্থানীয়দের ভাবাবেগের বিষয়টি মাথায় রাখা হবে। এছাড়াও জেলার জনসংখ্যা এবং লোকসভা বিধানসভা আসন সংখ্যার কথা মাথায় রেখে জেলা বিভাজন করা হবে।

আরো পড়ুনঃ বিশ্বের সবচেয়ে দামি এই ৫ টি সম্পত্তির মালিক মুকেশ আম্বানি, যা কঠোর পরিশ্রমের মাধ্যমে করেছেন হাসিল

নবান্ন সূত্রে আরো খবর পাওয়া গেছে, প্রাথমিক ক্ষেত্রে পুরুলিয়া এবং বীরভূম জেলাকে ভাঙার চিন্তা ভাবনা করা হয়েছে। এর আগে পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে তৈরি করা হয়েছে ঝাড়গ্রাম জেলা। তবে পশ্চিম মেদিনীপুর কে আরো একবার ভেঙে ছোট করা হতে পারে, এক্ষেত্রে নতুন জেলা ঘাটাল নামে আত্মপ্রকাশ করতে পারে। অন্যদিকে মালদা এবং দার্জিলিং জেলাকেও ভাঙার চিন্তাভাবনা করা হচ্ছে।

এর আগে অবশ্য দার্জিলিংকে ভেঙে কালিম্পং তৈরি করা হয়েছিল, ফের দার্জিলিংয়ের সমতল অংশ নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সম্পূর্ণ বিষয়টি পর্যালোচনার পর্যায়ে রয়েছে, কোন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।