এখন আর অর্থ লেনদেন করার জন্য প্রতিনিয়ত ব্যাংকের (Bank) দ্বারস্থ হতে হয় না আমাদের। প্রায় প্রত্যেক ব্যাংক গ্রাহকদের কাছে একটি করে ডেবিট কার্ড থাকে, যাকে এক কথায় আমরা এটিএম কার্ড বলি। এই ডেবিট কার্ড (Debit Card) দিয়ে অনলাইন অথবা অফলাইনে যেকোনো সময় টাকা লেনদেন করা যায়। এটি এমন একটি অপরিহার্য জিনিস যা আমাদের জীবনযাত্রাকে আরও সরল করে তুলেছে।
কিন্তু ডেবিট কার্ডেও টাকা তোলার একটি সীমা বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। এছাড়াও অনলাইনে লেনদেনের একটি সীমা পরিসীমা থাকে। আপনার কাছে যদি ডেবিট কার্ড থাকে তাহলে আপনার অবশ্যই জানা উচিত ঠিক কত টাকা পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন। এই সীমা অতিক্রম করলেই আপনার লেনদেন বাতিল হয়ে যেতে পারে, অথবা অতিরিক্ত চার্জ কেটে নিতে পারে ব্যাংক।
আরো পড়ুন: খুব শীঘ্রই ভারতে বিদ্যুতিক গাড়ির কারখানা তৈরি করবে Elon Musk এর Tesla, বছর গেলে ৫ লক্ষ তৈরি হবে ইলেকট্রিক গাড়ি
বর্তমানে চার ধরনের ডেবিট কার্ড ব্যাংকের তরফ থেকে দেওয়া হয় সেগুলি হল সরকারি স্কিম, ক্লাসিক, প্লাটিনাম এবং সিলেক্ট কার্ড। জেনে নিন কোন ব্যাংকে কোন কার্ডে কি ধরনের লিমিট বেঁধে দেওয়া হয়েছে।
HDFC Bank Rupay Premium: এইচডিএফসি ব্যাঙ্ক রূপে প্রিমিয়াম ডেবিট কার্ড এর মাধ্যমে প্রতিদিন ২ হাজার টাকা, প্রতি মাসে ১০ হাজার টাকা অব্দি তোলা যাবে মার্চেন্ট আউটলেট থেকে। এছাড়া দৈনিক আপনি ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।
PNB Select Rupay Card: এই কার্ডের মাধ্যমে আপনি দৈনিক ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এছাড়া POS এবং ই-কমার্স সীমা হল ৩০ লাখ টাকা।
আরো পড়ুন: কেবলমাত্র ১% জিনিস লোকেরাই পারবেন বাঁদরের ভিড়ে থাকা ভাল্লুক’টিকে খুঁজে বের করতে, রইল চ্যালেঞ্জ!
Yes Bank Rupay Platinum Card: Yes Bank প্লাটিনাম কার্ডের মাধ্যমে আপনি প্রতিদিন ২৫ হাজার টাকা পর্যন্ত টাকা লেনদেন করতে পারেন। POS লেনদেনের সীমা হল ৭৫ হাজার টাকা।
SBI Rupay Card: এই কার্ডের মাধ্যমে আপনি সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। আন্তর্জাতিক লেনদেনের সীমা ৭৫ হাজার টাকা।