কেন্দ্রীয় ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি ‘নাবিক’ প্রযুক্তি নিয়ে একটি বড় ঘোষণা করলেন। ২০২৫ সালের মধ্যেই ভারতের সমস্ত স্মার্টফোনে ইসরোর তৈরি নেভিগেশন প্রযুক্তি ‘নাবিক’ (NavIC) থাকবে। বর্তমানে সকল স্মার্টফোনে থাকে জিপিএস ব্যবস্থা। এটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এই ব্যবস্থা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পথের দিশা দেয়।
নাবিক অ্যাপটি প্রায় একইরকমের। শুধু এর পার্থক্য হলো, এটি ভারতীয় কৃত্রীম উপগ্রহের উপর ভিত্তি করে তৈরি করা নেভিগেশন সিস্টেম। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, ৫জি নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহারকারী সমস্ত স্মার্টফোনে ২০২৫ সালের ১লা জানুয়ারির মধ্যে নাবিক প্রযুক্তি দিতে হবে এবং ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে অন্যান্য স্মার্টফোনগুলির ক্ষেত্রে নাবিক প্রযুক্তি দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ২০২৫ সাল শেষ হওয়ার আগেই, সমস্ত স্মার্ট ফোনে (Smart Phone) এই প্রযুক্তি পাওয়া যাবে।
আরো পড়ুন: কখনো কী ভেবেছেন গুগল লোগোতে কেন দেখা যায় শুধুমাত্র এই ৪ টি রং! এর পেছনের কারণ আপনাকেও করবে অবাক
নাবিক প্রযুক্তি সমর্থনের জন্য স্মার্টফোনগুলিতে একটি বিশেষ ইলেকটরনিক চিপ ব্যবহার করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, ভারতে তৈরি স্মার্টফোনগুলিতে এই চিপ ব্যবহারের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়া হতে পারে। সম্প্রতি বাজারে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল (Apple) নিয়ে এসেছে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স, যা নিয়ে সকলের মধ্যেই কমবেশি কৌতূহল তৈরি হয়েছে। এই আইফোন মডেলগুলিতে নাবিক প্রযুক্তি দেওয়া হয়েছে।
এই প্রথম কোনো আইফোন মডেলে এই প্রযুক্তি যোগ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, শীঘ্রই সব স্মার্টফোনেই চলবে ইসরোর এই নেভিগেশন ব্যবস্থা। শাওমি এবং ওয়ান প্লাসের বেশ কিছু মডেলে সাপোর্ট করত নাবিক। এখন তা অ্যাপেলের এই ফোনেও চলবে। ভারতের আটটি কৃত্রিম উপগ্রহের সাহায্যে কাজ করে নাবিক। ইসরোর দাবি, জিপিএসের চেয়েও অনেক বেশি নিখুঁত তাদের তৈরি নাবিক।
আরো পড়ুন: লঞ্চ হতে চলেছে Jio AiR fibre! মিলবে একাধিক সুযোগ-সুবিধা, আবারো ভারতীয়দের মন জিতবে মুকেশ আম্বানি সংস্থা
২০১৮ সালে ইসরোর (Isro) স্যাটেলাইটগুলি কাজ করতে শুরু করেছিল। এই আবহে গতবছর থেকেই স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে সরকার কথা বলতে শুরু করে, যাতে তাদের ফোনে নাবিক প্রযুক্তি সাপোর্ট করে। আইফোনের নয়া মডেলে নাবিক প্রযুক্তি দেওয়ার জন্য অ্যাপল সংস্থার প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।