২৮ কিংবা ৩০ নয় এবার ৩৫ দিনের দুর্দান্ত ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Airtel

যেভাবে মোবাইল সিমগুলির ন্যূনতম রিচার্জ বাড়িয়ে চলেছে মোবাইল কোম্পানি(Mobile Company), তাতে ভীষণভাবে বিরক্ত এবং ক্ষুব্ধ সাধারণ মানুষ। শুধুমাত্র সিম চালু করার জন্য ১৫৫ টাকা রিচার্জ করতে হচ্ছে প্রত্যেক গ্রাহকদের যা সত্যি ব্যয়সাধ্য একটি ব্যাপার। এছাড়াও সময় কম দেওয়ার কারণে ১২ মাসে ১৩ বার রিচার্জ করতে হচ্ছে গ্রাহকদের।

Airtel has come up with a recharge plan with a great validity of 35 days, not 28 or 30
এর মধ্যেই আরো একবার মানুষের মন জয় করার জন্য এয়ারটেল( Bharti Airtel)একটি দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যান লঞ্চ করতে চলেছে। টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, এই রিচার্জ করলে আপনি একেবারে ৩৫ দিনের ভ্যালিডিটি(Validity) পাবেন। ৩৫ দিনের মেয়াদ ছাড়াও আপনি পেয়ে যাবেন ডাটা এবং আনলিমিটেড ভয়েস কলিং করার সুযোগ সুবিধা।

আরো পড়ুন:সানি দেওলের ছেলের বিয়েতে সকলের নজর কাড়লেন এই সুন্দরী, জানুন তার পরিচয়
তাহলে চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক…..

এই ৩৫ দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ করতে আপনাকে খরচ করতে হবে ২৮৯ টাকা। আপনি এই রিচার্জে পেয়ে যাবেন মোট ৪ জিবি ডাটা, ৩০০ টি এসএমএস করার সুযোগ সুবিধা এবং লোকাল এবং এসটিডি উভয় ক্ষেত্রে অফুরন্ত voice calling করার সুযোগ সুবিধা।

Bharti Airtel

ডাটা এবং আনলিমিটেড ভয়েস কলিং করার পাশাপাশি আপনি পেয়ে যাবেন Apple 24/7, ফ্রি হ্যালো টিউন এবং উইঙ্ক মিউজিক ব্যবহার করার সুযোগ সুবিধা। এখানেই শেষ নয়, আনলিমিটেড ৫জি ডাটা ব্যবহার করার সুযোগ সুবিধা রয়েছে এই রিচার্জ করলে।

আরো পড়ুন: বিশ্বের সবথেকে দামি শাড়ি পড়ে এবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠলো নিতা আম্বানির নাম

অনেকেই ভাববেন অন্যান্য রিচার্জ প্যাকেট থেকে এটি আলাদা কোথায় বা এর বিশেষত্ব কি? আসলে অনেকেই বারবার রিচার্জ করার ঝক্কি থেকে নিজেকে এড়াতে চান তাই সাধ্যের মধ্যে এই রিচার্জটি করলে আপনি ২৮ দিনের জায়গায় ৩৫ দিনের বৈধতা পাবেন তাই সাফল্যে দেখতে গেলে সারা বছরে আপনাকে কম রিচার্জ করতে হবে। আপনি সেই একই টাকার বিনিময়ে কিছুটা বেশি দিন পেয়ে যাবেন তাই বছরের শেষে আপনার টাকা খরচ হবে কম।