বলিউডে (Bollywood) তৈরি অনেক সিনেমা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে যার মধ্যে অন্যতম হল “পদ্মাবত (Padmaavat) ” । ছবির সেট ভাঙচুর থেকে শুরু করে শেষ মুহূর্তে নাম বদল পর্যন্ত সবকিছুতেই জড়িয়ে ছিল বিতর্ক। একাধিক সংগঠন এই সিনেমার বয়কটের ডাক দিয়েছিল কিন্তু সবকিছু বাধা টপকে ২০১৮ সালের গোড়ায় এই সিনেমাটি মুক্তি পেয়েছিল এবং মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলে দেয়।
সিনেমায় বহুদিন বাদে শাহিদ কাপুরকে(Shahid Kapoor) রাজার চরিত্রে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন সকলেই। তবে শাহিদ কাপুর এবং দীপিকা পাডুকনকে ছাপিয়ে লাইন লাইট কেড়ে নিয়েছিলেন রনবীর সিং। সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। সিনেমায় আলাউদ্দিন খিলজীর চরিত্রে অভিনয় করেছিলেন রনবীর(Ranveer Sing)। গোটা সিনেমায় একবারের জন্য বোঝা যায়নি রণবীর এবং দীপিকা একে অপরের প্রেমিকা। কি দুর্দান্তভাবে অভিনয় করে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন রনবীর।
আরো পড়ুন: হাঁসের ভিড়ের মধ্যে লুকিয়ে রয়েছে একটি হিংস্র প্রাণী, কেবলমাত্র জিনিয়াস লোকরাই পারবেন খুঁজে বের করতে
তবে সম্প্রতি জানা গেছে, এই খিলজী চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান। সিনেমায় শাহরুখ খানকে অভিনয়ের জন্য বলেছিলেন পরিচালক, কিন্তু তখন বেশ কিছু সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। অনেক চরিত্র তিনি শুধুমাত্র এই কারণে ফিরিয়ে দিয়েছিলেন কারণ তিনি ভিলেন হিসেবে দর্শকদের কাছে নিজেকে তুলে ধরতে চাননি আর।
এই প্রসঙ্গে শাহরুখ খান(Shahrukh Khan)বলেন, “এমন অনেক সিনেমা রয়েছে যা বক্স অফিসে হিট হয়েছে। আমি সেই সমস্ত সিনেমার সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ রেখেছি কিন্তু আমার মনে হয় যে চরিত্র দর্শকরা অন্যভাবে নেবে সেই চরিত্র করতে চাইনি আমি। আমি যদি কোন খলনায়কের চরিত্রে অভিনয় করতাম তাহলে দর্শকরা সেই চরিত্রকে গ্রহণ করত কিন্তু তাদের মধ্যে অন্যরকম প্রভাব পড়তো তাই আমি কোনরকম নেতিবাচক চরিত্রে অভিনয় করতে মানা করে দিয়েছিলাম। সিনেমাকে শুধুমাত্র বিক্রয় যোগ্য করে তোলার জন্য আমি সাধারণ মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করতে চাইনি”।
আরো পড়ুন: General Knowledge Quiz: বর্ষাকালে আজই বাড়িতে লাগান এই গাছ, বাড়ির আনাচে কানাচে ঘেষবে না সাপ
শাহরুখ আরো বলেন, “বিশ্বাস করুন অনেক সময় খারাপ চরিত্র মানুষের কাছে এতটাই অ্যাট্রাক্টিভ লাগে যে মানুষ তেমনভাবে নিজেকে গড়ে তুলতে চায়। যারা ভীষণ ভালো মানুষ হয়, যারা ভীষণ খারাপ মানুষ হয় তাদের দুজনের মধ্যে একটা জিনিস ভীষণ কমন থাকে, সেটা হল অবসেশন”।