জনপ্রিয় ইউটিউবারদের (Youtuber) কথা যখনই আমরা বলি তখনই কিরণ দত্ত (Kiran Dutta)ওরফে দ্যা বং গাই (The Bong Guy) -এর কথা মনে হয় আমাদের। ইউটিউবার হয়তো অনেকেই ছিলেন কিন্তু বাঙ্গালীদের মধ্যে ইউটিউবার বলতে সবার আগে কিরণ দত্তের (Kiran Dutta) নাম উচ্চারণ করতেই হয়। রোস্টিং ভিডিও থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া বিভিন্ন প্রসঙ্গ তুলে ভিডিও তৈরি করতেন তিনি।
একটার পর একটা ভিডিও ভাইরাল হতে না হতেই ধীরে ধীরে বাড়ে জনপ্রিয়তা। দেখতে দেখতে জনপ্রিয় হয়ে ওঠেন এই ইউটিউবার। বর্তমানে দুটি ইউটিউব চ্যানেল(Channel) রয়েছে কিরণ দত্তের, রয়েছে কয়েক লক্ষ সাবস্ক্রাইবার। টলিউড তো বটেই বলিউড তারকাদের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন তিনি। ইউটিউব থেকে কামিয়েছেন কয়েক লক্ষ টাকা, জিতেছেন গোল্ডেন বাটন। কিনেছেন নিজের বাড়ি, সফল হতে দেখেছেন নিজের স্বপ্ন।
আরো পড়ুন: সস্তা হল Mahindra Thar-এর দাম, মধ্যবিত্তদের জন্য বড় সিদ্ধান্ত আনন্দ মহিন্দ্রার
ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও পেশা হিসাবে ইউটিউবকে বেছে নেওয়ার সিদ্ধান্ত রীতিমতো ঝুঁকিপূর্ণ ছিল কিরণ দত্তের কাছে। কিরণ যখন ইউটিউবে ভিডিও তৈরি করে তখন এতটা চাহিদা ছিল না ইউটিউবারদের। বাংলা তথা বাঙালিকে অন্য পর্যায়ে পৌঁছে দেওয়ার পেছনে কিরণ দত্তের হাত কোনভাবেই অস্বীকার করা যায় না।
একবার দাদাগিরির মঞ্চে এসে কিরণ দত্ত বলেছিলেন, ইঞ্জিনিয়ার হয়ে যে টাকা আমি রোজগার করতাম তার থেকে প্রায় সাত গুণ বেশি রোজগার করি ইউটিউবার হয়ে। এখন মাসিক ১০ লক্ষ টাকা ইনকাম করি আমি। কখনো ভাবি নি এই পর্যায়ে সাফল্য অর্জন করতে পারবো। প্রথমদিকে বাড়ির সকলের আপত্তি থাকলেও এখন নিঃসন্দেহে আমাকে নিয়ে সবার গর্ব হয়।
আরো পড়ুন: এই ৫ বলিউড অভিনেতা যাদের নামে রয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড
প্রসঙ্গত, তারকাদের সঙ্গে তো বটেই, সমসাময়িক আরো ইউটিউবারদের সঙ্গে অভিনয় করেন কিরণ দত্ত। পথ দেখান নতুন ইউটিউবারদের। এখন অনেক নতুন ইউটিউবার এসেছেন মার্কেটে কিন্তু কিরণ দত্ত ওরফে দ্যা বং গাইকে অস্বীকার করার কোন জায়গায় নেই।