নবাব কন্যা সারা আলি খান(Sara Ali Khan) শুধুমাত্র নামেই নবাব, তার ব্যবহার একেবারে সাধারন মানুষের মত। সারা আলী খানের এই সাধারণ এবং সুন্দর ব্যবহারের জন্যই মানুষ তাকে এত পছন্দ করেন। সারা আলি খানের বাবা মুসলিম(Muslim) হলেও মা কিন্তু হিন্দু তাই সারা আলি খানের বাড়িতে নামাজ পড়ার পাশাপাশি হিন্দু দেবতার পূজো করা হয়।
বেশ কয়েকবার আমরা সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখেছি, সারা আলি খান যে কোন সিনেমার সাফল্যের আগে অথবা পরে ছুটে যান ভগবানের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। কিছুদিন আগেই তিনি কেদারনাথ ঘুরে এসেছেন আবার পুজো দিয়ে এসেছেন কামাখ্যায়। শেষ তিনি গিয়েছিলেন উজ্জয়নের কাল ভৈরব মন্দিরে।
আরো পড়ুন: দক্ষিণের এই ৫ সুপারস্টারের পড়াশোনার দৌড় দেখে লজ্জা পাবে একাধিক বলিউড তারকা
একজন মুসলিম কন্যা হলেও কেন তিনি বারবার ছুটে যান হিন্দু দেবতার মন্দিরে এই নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু কখনোই তাকে পাত্তা দেয়নি সারা। তবে এবার আর চুপ না থেকে সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় এলেন সাইফ আলী খান কন্যা সারা আলি খান।
ট্রোলারদের উদ্দেশ্যে অমৃতা কন্যা সাফ বলেন, আপনার ভালো লাগলে ভালো। আবার আপনার খারাপ লাগলে খারাপ। আপনার ভালো লাগছে না মানে, এই নয় যে আমি যাব না। আমি কোন ঈশ্বরের কাছে যাব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার।
আরো পড়ুন: নিজের রাজ্যের বাসিন্দাদের সব থেকে বেশি বেতন দেন উত্তরপ্রদেশ সরকার, কোন জায়গায় দাঁড়িয়ে বাংলা! দেখুন তালিকা
প্রসঙ্গত, সম্প্রতি অনুরাগ বসু পরিচালিত “মেট্রো ইন দিনো”, সিনেমায় অভিনয় করতে দেখা যাবে সারা আলী খানকে। সারার বিপরীতে অভিনয় করবেন আদিত্য রায় কাপুর। সারা আদিত্য ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, ফাতিমা সানা শেখ, নিনা গুপ্তা এবং অনুপম খের। এছাড়াও “এ ওয়াতান মেরে ওয়াতান”, সিনেমায় এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করবেন সারা আলি খান।