সাফল্য অর্জন করতে গেলে প্রয়োজন কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং কাজের প্রতি ভালবাসা। আজ বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন কয়েকজন তারকা(Celebrity) রয়েছেন যাদের এক সময় অবস্থা ছিল ভীষণ শোচনীয়, কিন্তু নিজের অসামান্য মনের জোর থাকার ফলে এই অভিনেতারা আজ হয়েছেন বলিউডের(Bollywood) এক একটি নক্ষত্র। আজ এক নজরে দেখে নেব বলিউডের সেই তারকাদের কথা যারা বলিউডে প্রবেশ করার আগে অন্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন।
অক্ষয় কুমার(Akshay Kumar): অক্ষয় বলিউডে প্রবেশ করার আগে, দিল্লিতে একটি সেলসম্যানের কাজ করতেন। এছাড়াও কখনো রাধুনী হয়ে খাবার পরিবেশন করা কখনো আবার মার্শাল আর্টের শিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। আজ তিনি একজন সফল অভিনেতা হওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী।
আরো পড়ুন: মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স গ্রুপের বড় চমক, এবার কলকাতায় খুলতে চলেছে ব্রিটিশ রেস্তোরাঁ
নওয়াজুদ্দিন সিদ্দিকী(Nawazuddin Siddiqui): জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা একসময় সিকিউরিটি গার্ডের কাজ করতেন। ভীষণ অভাবী পরিবারের ছেলে ছিলেন তিনি। ১৯৯৯ সালে সারফারশ সিনেমাতে অভিনয় করার আগে নিজের জীবন অতিবাহিত করার জন্য প্রায় সব রকম কাজ করেছেন এই অভিনেতা।
রজনীকান্ত(Rajinikanth): ভাবলে অবাক লাগে, যে মানুষটি ফিল্ম ইন্ডাস্ট্রির ১ নম্বর সুপারস্টার এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ঈশ্বর, সেই মানুষটি একসময় ব্যাঙ্গালোরে বাস চালকের কাজ করতেন। বাসের কন্ডাক্টারি করে তিনি নিজের জীবিকা অতিবাহিত করতেন। পরে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি এবং বাকিটা ইতিহাস।
আরশাদ ওয়ারসি(Arshad Warsi): ১৪ বছর বয়সেই বাবা-মাকে হারিয়ে অভাবের তাড়নায় দশম শ্রেণীর পড়ার পড়াশোনা করতে পারেননি এই অভিনেতা। ১৭ বছর বয়সে জীবিকা নির্বাহের জন্য জিনিস কেনা বেচার ব্যবসা শুরু করে দেন তিনি। মধ্য বয়সে এসে বলিউডে পদার্পণ করেন অভিনেতা এবং এর পর আর তাকে ফিরে তাকাতে হয়নি পেছনে।
অমিতাভ বচ্চন(Amitabh Bachchan): জানলে অবাক হয়ে যাবেন ক্যারিয়ারের প্রথম দিকে অল ইন্ডিয়া রেডিও অডিশনে শুধুমাত্র কণ্ঠস্বরের কারণে বাতিল হয়ে যান বিগ বি। যে কণ্ঠস্বরের জন্য আজ তিনি সবার কাছে পরিচিত সেই কণ্ঠস্বর প্রথম দিকে সাফল্যের বাধা হয়ে দাঁড়ায়। বলিউডে প্রবেশ করার আগে কলকাতা একটি শিপিং সংস্থার কর্মচারী ছিলেন অমিতাভ।
জনি লিভার(Johnny lever): বলিউডের কৌতুক অভিনেতা জনি লিভার সপ্তম শ্রেণীর পর আর পড়াশুনা করতে পারেননি অভাবের জন্য। মাত্র ১২ বছর বয়সেই জীবনের লড়াই লড়ার জন্য কাজ করতে শুরু করেন তিনি। একসময় রাস্তায় পেন বিক্রি করতেন অভিনেতা।
আরো পড়ুন: মাঠে দাদাগিরির পর এবার ব্যবসায়ী বিনিয়োগ করলেন বিসিসিআই প্রাক্তন বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি
বোমান ইরানি(Baman Irani): বলিউডে প্রবেশ করার আগে একটি দোকানে খাবার বিক্রি করতেন অভিনেতা। এক সময় তাজ হোটেলের ওয়েটার হিসেবেও কাজ করেছেন তিনি। জীবনের ৪৪ বছর কাটিয়ে দেবার পর অভিনয় জগতে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন অভিনেতা।