৫ হাজার বা ১ হাজার কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি করা এখন কোন বড় কথা নয়। এখন সিনেমা(Cinema) মানেই কয়েক কোটি টাকার ব্যবসা। বড় বড় বাজেটে সিনেমায় নির্মাতাদের ব্যয় হয় অনেক বেশি। অভিনেতা অভিনেত্রীদের সাজসজ্জা থেকে শুরু করে সেট, সবকিছুতে খরচ হয়ে যায় কয়েক কোটি টাকা। আজ আপনাকে জানাবো ভারতের তৈরি হওয়ার সবথেকে বিগ বাজেটের সিনেমা(Big Bugget Cinema)।
আরো পড়ুন: টোল আদায়ের অঙ্কে লক্ষীলাভ! ১ বছরের মাথায় পদ্মা সেতু থেকে আয় ৬০০ কোটি টাকারও বেশি
বিগ বাজেটের সিনেমা কথাটি বলতে গেলেই আপনার হয়তো মনে হবে আমি আদিপুরুষ, ব্রহ্মাস্ত বা বাহুবলি, নিদেনপক্ষে কেজিএফ টু অথবা ধুম থ্রি সিনেমার কথা বলতে পারি। কিন্তু আজ এগুলি একটিরও কথা বলবো না আপনাকে। আজ যে সিনেমাটির কথা বলতে চলেছি সেখানে অভিনয় করবেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন, দিশা পাটানি সহ আরো অনেক নামিদামি ব্যক্তিরা। এই সিনেমাটি এখনো পর্যন্ত বাড়িতে সব থেকে বেশি ব্যয়বহুল সিনেমা হতে চলেছে। সিনেমাটির বাজেট হতে চলেছে ৬০০ কোটি টাকা।
সিনেমার নাম “প্রজেক্ট কে”। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমাতে প্রভাসের পারিশ্রমিকই নাকি ছবির বাজেটের এক চতুর্থাংশ। অর্থাৎ কমল হাসান পারিশ্রমিক নেবেন ২০ কোটি, অমিতাভ, দিশা পাটানি নেবেন ২০ কোটি, দীপিকা নেবেন ১০ কোটি, অন্যান্য অভিনেতাদের পারিশ্রমিক মিলিয়ে ২০০ কোটি। সব মিলিয়ে প্রযোজনার খরচ প্রায় ৪০০ কোটি টাকা।
আরো পড়ুন: সৌন্দর্যে দিদিকেও পিছনে ফেলবে নুসরাত জাহানের সুন্দরী জমজ বোন, ছবি দেখে প্রেমে পড়বেন আপনিও
বিগত কয়েক মাস আগেই প্রভাস নিজের সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, তারিখটা হল ১২-১-২০২৪। পোস্টারে দেখা যাচ্ছে, যুদ্ধক্ষেত্রে একটি বিশাল হাত পড়ে রয়েছে যার একটা আঙ্গুল একটি বিশেষ দিকে নিশানা করছে। চারিদিকে ভাঙ্গা মেশিন পড়ে রয়েছে। ক্যামেরার দিকে পেছন করে বন্দুক তাক করে আছে। নিচে লেখা, পৃথিবী অপেক্ষা করছে। আপাতত এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।