ভারতীয় ধনী ব্যাবসায়ীদের কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই নিঃসন্দেহে তালিকায় নাম উঠে আসবে রতন টাটা (Ratan Tata), গৌতম আদানি (Goutam Adani) এবং মুকেশ আম্বানির(Mukesh Ambani) নাম। তবে গৌতম আদানি এবং রতন টাটার থেকে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি অ্যাক্টিভ মুকেশ আম্বানি। আম্বানি পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আমাদের সবসময় থাকে কারণ আম্বানি পরিবারের সবকিছুই আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার(Social Media)পর্দায়।
আম্বানি পরিবারে কয়েক কোটি টাকার বাড়ি এবং সম্পত্তি থাকার পাশাপাশি রয়েছে বেশ কয়েক কোটি টাকার একাধিক গাড়ি। সম্প্রতি মুকেশ আম্বানি নিজের দামি গাড়ির তালিকায় অন্তর্ভুক্ত করেছেন ১০ কোটি টাকারও বেশি মূল্যের mercedes-benz S 680। আজ এই গাড়িটি সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলব আপনাদের।
আরো পড়ুন: ল্যান্ডিংয়ের পর চাঁদে কেমন দেখাবে চন্দ্রযানকে, ছবি তৈরি করল AI
সম্প্রতি CS 12 Vlogs দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, মুকেশ আম্বানি তার নতুন mercedes-benz S 680 গাড়ি করে ভ্রমণ করতে বেরিয়েছেন। এই গাড়িটি যে কোন মার্সিডিজ বেঞ্জ লাক্সারি গাড়ির মতো দেখতে কিন্তু এই গাড়িটি নিরাপত্তা দিক থেকে অনেক বেশি উন্নত।
এই গাড়িটির বৈশিষ্ট্য হলো, এই গাড়ির বাডিতে এমন একটি বিশেষ ইন্টিগ্রেটেড সেল দেওয়া রয়েছে যার ফলে গাড়িটি আপনাকে যেকোন সমস্যার হাত থেকে বাঁচাবে। এছাড়াও গাড়িতে রয়েছে বুলেটপ্রুফ এবং ব্লাস্ট প্রুফ মাল্টি লেয়ারযুক্ত প্রতি রক্ষা মূলক গ্লাস, যেটি ৪ ইঞ্চি পুরু। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে চাঙ্গা টায়ার যা ৮০ কিলোমিটার / ঘণ্টা গতিতে চলে।
আরো পড়ুন: লোনের টাকা আদায়ের নামে গ্রাহকদের সাথে যা খুশি করতে পারবেন না ব্যাঙ্ক, নতুন নির্দেশ জারি অর্থমন্ত্রীর
সূত্রের খবর অনুযায়ী, গাড়িটি কেনার জন্য ১০ কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছেন মুকেশ আম্বানি। যথা সম্ভব নিজের নিরাপত্তা আরো বেশি উন্নত করার জন্য এই গাড়িটি এনেছেন তিনি। নামী দামী বিলাসবহুল কোটি কোটি টাকার গাড়ির মধ্যে এই গাড়িটি এবার থেকে আম্বানি পরিবারের শোভা বর্ধন করবে।