পরিবারের সবাই বিনোদন জগতের সাথে যুক্ত থাকলেও মেয়ে রাহাকে অন্য পেশায় নিয়ে আসতে চান আলিয়া

রাজার ছেলে যেমন রাজা হয় তখন বলিউড(Bollywood)অভিনেতাদের ছেলে অভিনেতা হবে, এমন দৃশ্য দেখেই আমরা অভ্যস্ত। তবে অভিনেতারা(Actor) নিজেদের ছেলেদের বলিউডে লঞ্চ করলেও সচরাচর মেয়েদের লঞ্চ করতে চান না। বলিউডের অভ্যন্তরের নোংরামি এবং প্রতিযোগিতার কথা মাথায় রেখে অনেক অভিনেতাই চান না নিজেদের মেয়েকে বলিউডে (Bollywood) লঞ্চ করতে।

Alia Bhatt
বলিউডে আবার এমন অনেক পরিবার রয়েছেন যাদের রীতি অনুসারে সেই পরিবারের মেয়েরা বলিউডে প্রবেশ করতে পারে না। এই পরিবারের নীতি অনুযায়ী কোন অভিনেত্রী যদি এই পরিবারের পুত্রবধূ হয়ে যান তারপর থেকেই তাদের ক্যারিয়ার আস্তে আস্তে শেষ হয়ে যায়। তেমন একটি জনপ্রিয় পরিবার হল কাপুর পরিবার (Kapoor Family)। এই পরিবারের বহুদিনের রীতি অনুযায়ী এই পরিবারের পুত্র বধূরা কখনোই অভিনয়ের সঙ্গে আর কোন সম্পর্ক রাখেন না।

আরো পড়ুন: তাড়ানো হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, আজ সেই টাটার ইংল্যান্ডে বিনিয়োগের পরিমাণ শুনলে চমকে যাবেন আপনিও

যদিও কাপুর পরিবারের মেয়েরা এখন সক্রিয়ভাবে বলিউডে অভিনয় করছেন। এই পরিবারের অন্যতম নতুন সদস্য হলেন আলিয়া ভট্ট(Alia Bhatt)। সম্প্রতি তিনি একটি ছোট্ট কন্যা সন্তানের মা হয়েছেন। রাহাকে দেখাশোনার পাশাপাশি নিজের নতুন প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। এমতাবস্থায় যখন আলিয়াকে জিজ্ঞাসা করা হয় তিনি নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তাভাবনা করছেন তখন তিনি এমন একটি উত্তর দেন যা শুনে চমকে যান সকলেই।

Alia Bhatt
আলিয়া (Alia Bhatt) জানান, তিনি চান তার মেয়ে যেন বড় হয়ে বৈজ্ঞানিক হোক। কোনভাবেই মেয়েকে বলিউডের নায়িকা করতে নারাজ আলিয়া। আলিয়া বলেন, “আমি যখনই আমার মেয়েকে দেখি তখনই আমার মেয়েকে বলি তোমাকে বড় হয়ে বৈজ্ঞানিক হতে হবে”। আলিয়া আরো জানান, এখন তিনি কাজের সূত্রে এতটাই ব্যস্ত রয়েছেন যে ভালো করে সময় দিতে পারছেন না মেয়েকে।

আরো পড়ুন: সৌন্দর্যের দিক থেকে বলি অভিনেত্রী ঐশ্বর্য রায়ের থেকেও বেশি সুন্দরী অভিনেতা যশের স্ত্রী, দেখুন ছবিগুচ্ছ

প্রসঙ্গত, আলিয়ার এই মেয়েকে বৈজ্ঞানিক করার প্রসঙ্গে উঠে আসার পর বহু মহলে উপহাসের ঝড় বয়ে গেছে। একদিকে যেমন অনেকেই বলছেন, যার ন্যূনতম জ্ঞান নেই সে আবার মেয়েকে বৈজ্ঞানিক তৈরি করবে। আবার অনেকে বলছেন, মেয়েকে নিয়ে স্বপ্ন সব বাবা মায়েরই থাকে, এতে অন্যায়ের কিছু নেই।